scorecardresearch

একই ‘হোয়াটসঅ্যাপ নম্বর’ দিয়েই কানেক্ট করুন একাধিক স্মার্টফোন, লেটেস্ট ফিচার চমকে দেবে

সমস্ত লিঙ্ক করা ফোনে একই সঙ্গে চলতে থাকবে চ্যাটিং।

WhatsApp, WhatsApp update, WhatsApp link device, WhatsApp multi deviec sharing, how to use one whatsapp account on multiple phones, whatsapp tricks, whatsapp tips, whatsapp android, whatsapp ios
এবার একই ‘হোয়াটসঅ্যাপ নম্বর’ দিয়েই কানেক্ট করতে পারবেন একাধিক মোবাইল!

এবার একই ‘হোয়াটসঅ্যাপ নম্বর’ দিয়েই কানেক্ট করতে পারবেন একাধিক মোবাইল! অভিনব ফিচার সামনে আনল সংস্থা। ব্যবহারকারীদের সুবিধার জন্য, মেটা সময়ে সময়ে নতুন আপডেট এবং ফিচার নিয়ে আসে, যা উন্নত এবং সুবিধাজনক। আজ হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে একেবারে লেটেস্ট ফিচার। যাতে একই WhatsApp অ্যাকাউন্ট একাধিক ফোনে ব্যবহার করতে পারবেন ইউজাররা।

মেটা-এর সিইও মার্ক জুকারবার্গ, ফেসবুকে পোস্ট-এ নতুন এই হোয়াটসঅ্যাপ মাল্টি-ডিভাইস চালু করেছেন। অ্যাপটির নতুন আপডেটের সঙ্গে এই ফিচারটি ব্যবহারকারীদের কাছে পাঠানো হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, আগামী দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই নতুন ফিচারটি পেতে শুরু করবেন।

হোয়াটসঅ্যাপ মাল্টিডিভাইস বৈশিষ্ট্য কী এবং এটি কীভাবে কাজ করে?

এই নতুন ফিচারের বিশেষত্ব হল এই একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোনে ব্যবহার করা যাবে।

এই ফিচারটি শুধু স্মার্টফোনেই নয়, হোয়াটসঅ্যাপ ওয়েব ব্রাউজার, ট্যাবলেট এবং কম্পিউটারেও কাজ করবে।

সমস্ত ডিভাইসে চলমান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে সমস্ত বার্তা, মিডিয়া এবং কলগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হবে।

যাদের কাছে দুটি ফোন আছে তাদের জন্য এই ফিচারটি খুবই উপকারী। একটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালানোর জন্য, আপনাকে অন্য ডিভাইসে এটি লগ আউট করতে হবে না।

হোয়াটসঅ্যাপ মাল্টি-ডিভাইস বৈশিষ্ট্য সহ, একটিই মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেতে পারে।

সমস্ত লিঙ্ক করা ফোনে একই সঙ্গে চলতে থাকবে চ্যাটিং। যে কোন সময় যে কোন ডিভাইসে আপনি আপনার চ্যাটটি অন্য ডিভাইসে যেখান থেকে ছেড়েছিলেন সেখান থেকে নিতে পারবেন।

যদি প্রাইমারি ডিভাইসটি টাইম আউট হয়ে যায়, তবে অ্যাকাউন্টটি সেই ফোনের পাশাপাশি অন্যান্য লিঙ্কযুক্ত ডিভাইসগুলিতে লগ আউট হয়ে যাবে।

নতুন বৈশিষ্ট্যের আপডেটের সঙ্গে, হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে অ্যাকাউন্ট সর্বোচ্চ চারটি ডিভাইসে সক্রিয় রাখা যাবে।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Whatsapp introduces ability to use one account on multiple phones here is how to enable