/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/whatsapp-sticker.jpg)
আইপিএল মরসুম প্রায় শেষের পথে। এমন সময় ক্রিকেটের উত্তেজনাকে প্রশ্রয় দিতে হোয়াটস্অ্যাপ নিয়ে এল একগুচ্ছ ক্রিকেট স্টিকার। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এটি পাওয়া গেলেও আইওএসে উপলব্ধ নয়। এবার থেকে হোয়াটসঅ্যাপে ক্রিকেট সংক্রান্ত কথোপকথোনকে জোড়ালো করতে ব্যবহার করুন ক্রিকেট স্টিকার।
ক্রিকেট স্টিকার অ্যাপ্লিকেশনটি এখনই সবার হোয়াটসঅ্যাপে দৃশ্যমান নয়, তবে শীঘ্রই এটি উপলব্ধ হবে। স্টিকার প্যাক ডাউনলোড করতে হবে। ইনস্টল করার পর ইমোজি মত পাঠাতে পারবেন পছন্দের মানুষেকে।
@xdadevelopers after new WhatsApp beta update WhatsApp get new cricket stickers pack, check this ???? I'll not use this feature in India,
???? pic.twitter.com/c8l58ZubAC— Rishabh (Pulkit Baid) (@Pulkit_jain19) April 30, 2019
স্টিকার হঠাৎই ইনস্ট্যান্ট মেসেজিংয়ের ডিজিটাল প্ল্যাটফর্মে জায়গা করে নিয়েছে। কথোপকথনে পছন্দের পদ্ধতি হয়ে উঠেছে। সেই ট্রেন্ড মেনেই, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে ক্রিকেট স্টিকার নিয়ে এল ফেসবুক। উল্লেখ্য, এই সব স্টিকার থার্ড পার্টি WAStickers apps-এর তৈরি।
How to install and use Cricket Stickers pack
হোয়াটসঅ্যাপ ক্রিকেট স্টিকারগুলি ইনস্টল করতে, হোয়াটসঅ্যাপের ইমোজির পাশের আইকনটিতে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করুন এবং ক্রিকেট স্টিকার খুঁজতে স্ক্রোল করুন। স্টিকার প্যাকের পাশে ডাউনলোডে ক্লিক করুন। আপনি যদি আরো ক্রিকেট স্টিকার ইনস্টল করতে চান, তবে আপনি অ্যান্ড্রয়েড ফোনে “Get more stickers” বিকল্পটিতে ক্লিক করুন।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us