ভারতে হোয়াটসঅ্যাপের একচেটিয়া ব্যবসা কি এবার চ্যালেঞ্জের মুখে? রামদেবানুরাগীরা তেমন ভাবতে শুরু করতেই পারেন। কিমভো নামের নতুন অ্যাপ নিয়ে আসছে যোগগুরুর কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদ। অ্যাপের ট্যাগলাইন থাকছে হিন্দিতে, ‘আব ভারত বোলেগা’। অর্থাৎ, এবার ভারতের কথা বলবে।
কদিন আগেই বিএসএনএলের সঙ্গে জোট বেঁধে পতঞ্জলি সিম কার্ড আনার কথা ঘোষণা হয়েছিল। পতঞ্জলির মুখপাত্র এস কে তিজরওয়ালা নতুন অ্যাপের খবর জানিয়ে ট্যুইট করেছেন। ট্যুইটে অ্যাপের ঘোষণা করার কথা জানিয়ে বলেছেন, হোয়াটস্অ্যাপকে চ্যালেঞ্জ জানাতে তাঁরা তৈরি। গুগল প্লে স্টোর থেকে সরাসরি এ অ্যাপ ডাউনলোড করা যাবে বলে জানিয়েছেন তিনি।
রামদেব অবশ্য এ নিয়ে এখনও মুখ খোলেননি, তবে তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে কিমভো সম্পর্কিত একটি লেখা রিট্যুইট করা হয়েছে।
কিমভোর বেশ কিছু ফিচার হোয়াটস্অ্যাপের মতোই। এখানেও নতুন নতুন গ্রুপ তৈরি করে সেখানে মেসেজ পাঠানো যাবে। অনেক ইউজারকে একসঙ্গে ব্রডকাস্টিং মেসেজও পাঠানো যাবে।
ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতোই কিমভো অ্যাপের মাধ্যমে সেলিব্রিটিদের যেমন ফলো করা যাবে, তেমনই পাঠানো যাবে নানা রকম ডুডলও। এই অ্যাপের মাধ্যমে ভিডিও কলিং, মাল্টিমিডিয়া ও স্টিকার শেয়ার, এসবই সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।