Advertisment

এখন থেকে রাতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ?

হোয়াটস‌অ্যাপ মালিক ফেসবুক জানিয়েছে, এই মেসেজ কেউ শেয়ার করবেন না।  রুটিন মাফিক রক্ষনাবেক্ষনা করা হচ্ছিল বুধবার রাতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। হবে নাই বা কেন ! একরাতের মধ্যে ছড়িয়ে পড়েছে সেই মেসেজ। তাও আবার মোদী সরকারের নাম করে।  সংস্থা থেকে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপে ছড়ানো খবর টি ভুল , গুজব। বন্ধ হচ্ছে না হোয়াটস্অ্যাপ। জানা যাচ্ছে সার্ভারে সমস্যা হওয়ায় হঠাৎই থমকে যায় জনপ্রিয় এই ‌অ্যাপ।

Advertisment

যে মেসেজ হোয়াটস্অ্যাপে ছড়িয়ে পড়ে তা হল, 'প্রতিদিন রাত ১১.৩০ থেকে সকাল ৬.০০ অবধি বন্ধ থাকবে হোয়াটস্অ্যাপ। এই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই মেসেজে শেয়ার করুন আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা সমস্ত নম্বরে। যদি না শেয়ার করেন তাহলে বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডিলিটও করে দেবেন এই মেসেজ। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর রি-অ্যাক্টিভেট করতে চাইলে ৪৯৯ টাকা চার্জ লাগবে। ৬ তারিখ থেকে হোয়াটস‌অ্যাপ ব্যবহার করতে অতিরিক্ত খরচ দিতে হবে ইউজারদের'।

publive-image ভুঁয়ো মেসেজ

হোয়াটস‌অ্যাপ অধিগ্রহণকারী সংস্থা ফেসবুক জানিয়েছে, এই মেসেজ কেউ শেয়ার করবেন না।  রুটিন মাফিক রক্ষণাবেক্ষন করা হচ্ছিল বুধবার রাতে। যে কারণে কোনো ফাইল, যেমন গান, ছবি বা কোনো ডকুমেন্ট পাঠানো সম্ভব হচ্ছিল না। তবে মেসেজ পাঠানো যাচ্ছিল। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে সেই সমস্যা কাটিয়ে উঠে আবার স্বমহিমায় ফিরেছে হোয়াটসঅ্যাপ  ।

Read the full story in English

Whatsapp
Advertisment