Advertisment

গুজব ঠেকাতে ফরওয়ার্ড অপশনে সীমারেখা হোয়াটস অ্যাপের

এবার হোয়াটস অ্যাপে কোনও মেসেজ পাঁচবারের বেশি ফরওয়ার্ড করতে পারবেন না। এ দেশে এবার মেসেজ ফরওয়ার্ডের ক্ষেত্রে লক্ষ্মণ রেখা টেনে দিল হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
whatsapp, হোয়াটস অ্যাপ

এ দেশে মেসেজ ফরওয়ার্ড করার ক্ষেত্রে লাগাম টানল হোয়াটসঅ্যাপ। প্রতীকী ছবি।

সক্কাল সক্কাল সাধের মোবাইলে হোয়াটস অ্যাপে আঙুল ছুঁলেই ভুরি ভুরি ‘গুডমর্নিং’ মেসেজ! যার জ্বালায় আপনার সদ্য ঘুম ভাঙা চোখ হামেশাই তেলেবেগুনে জ্বলে ওঠে। এসব ‘গুডমর্নিং’ মেসেজকে উপেক্ষা করার তো জো নেই। কিন্তু এবার এসব মেসেজ প্রেরকদের থেকে খানিকটা রেহাই পাবেন আপনি।হ্যাঁ, এবার হোয়াটস অ্যাপে কোনও মেসেজ পাঁচবারের বেশি ফরওয়ার্ড করা যাবে না। এ দেশে এবার মেসেজ ফরওয়ার্ডের ক্ষেত্রে লক্ষ্মণ রেখা টেনে দিল হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ।

Advertisment

এদিন ব্লগস্পটে হোয়াটস অ্যাপের তরফে জানানো হয়েছে যে, মিডিয়া মেসেজের পাশে থাকা কুইক ফরওয়ার্ড বাটন সরানো হচ্ছে। একই অ্যাকাউন্ট থেকে কোনও মেসেজ পাঁচবার পাঠানো হয়ে গেলে, ফরওয়ার্ড অপশনটি আর দেখা যাবে না। পরীক্ষামূলক ভাবেই এই পদ্ধতি চালু করা হল বলে জানানো হয়েছে।

আরও পড়ুন, গুজব আটকানোর ব্যাপারে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের চিঠির উত্তর দিল হোয়াটসঅ্যাপ সংস্থা

মূলত ভুয়ো খবর ঠেকাতেই এ দেশে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের এহেন পদক্ষেপ বলে জানানো হয়েছে। গত বছর থেকে এ দেশে গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর গণপিটুনির মতো ভয়ঙ্কর বহু ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে হোয়াটস অ্যাপকে। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, গুজব মুহূর্তের মধ্যে হোয়াটস অ্যাপে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি, অনেকসময় বহু ভুয়ো খবরও ছড়ানো হয়েছে হোয়াটস অ্যাপে। এই বদঅভ্যস ঠেকাতেই এ দেশে মেসেজ ফরওয়ার্ড অপশনের ক্ষেত্রে লাগাম টানল হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ।

Whatsapp
Advertisment