Advertisment

"জুন মাস পর্যন্ত চলবে লকডাউন"! হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

এই মেসেজকে মিথ্যাপ্রচার বলে সাফ জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সরকারের নিষেধ সত্ত্বেও করোনা ভাইরাসের সঙ্গে ছড়িয়ে পরছে ভুঁয়ো খবর। যা নিয়ে আতঙ্ক দেখা যাচ্ছে আমজনতার মধ্যে। জুন মাস পর্যন্ত চলবে লক ডাউন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনেই নাকি ভারত সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে। এমনই একটি ভুঁয়ো বার্তা ঘুরছে সোশাল মিডিয়া মারফত। তবে এই মেসেজকে মিথ্যাপ্রচার বলে সাফ জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পরা বার্তা যাচাই না করে বিশ্বাস করবেন না।

Advertisment

করোনা ভাইরাস সংক্রান্ত ভুল খবর সোশাল মিডিয়ায় যাতে ছড়িয়ে না পরে তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও একাধিক ভুল বার্তা ছড়িয়ে পরছে।

প্রসঙ্গত, লকডাউনের সময়সীমা বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন চলবে।

Whatsapp
Advertisment