Advertisment

হোয়াটসঅ্যাপ ফেসবুক দিয়ে ষোল কলা পূর্ণ জিও ফোনের

গতকাল থেকে জিও ফোনের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ২০ সেপ্টেম্বর পুনরায় আপডেট নেবে বলে জানিয়েছে সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
whats app, হোয়াটস অ্যাপ

প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ফোনে হোয়াটসঅ্যাপ নেই তা আবার হয় নাকি? তাই জিও ফোনও বেশি দিন হোয়াটসঅ্যাপ ছাড়া থাকতে পারল না। ইতিমধ্যে জিও ফোনের আপডেটেড ভার্সনে এসে পড়েছে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ। তবে যেহেতু ফোনের ক্ষমতা স্মার্টফোনের তুলনায় কম, তাই হোয়াটসঅ্যাপ সেই দায় নিজের ঘাড়েই নিয়েছে। Kai অপারেটিং সিস্টেমে চালিত নতুন ভার্সনের হোয়াটসঅ্যাপ চলবে এই ফোনে। গতকাল থেকে জিও ফোনের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ২০ সেপ্টেম্বর পুনরায় আপডেট নেবে বলে জানিয়েছে সংস্থা।

Advertisment

আরও পড়ুন : পেটিএম মাধ্যমে বিনিয়োগ করুন মিউচিউয়াল ফান্ডে

বর্তমানে প্রায় কয়েক মিলিয়ান মানুষ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। এই সুযোগ থেকে জিও ফোন ব্যবহারকারীরা কেন বঞ্চিত হবেন? তাই শুধুমাত্র আলাদা করে এই অপারেটিং সিস্টেমের জন্য বানানো হয়েছে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ। জিও ফোন ব্যবহারকারীদের সহজে হোয়াটসঅ্যাপের আনন্দ দিতে এই উদ্যোগের কথা ভেবেছে রিলায়েন্স জিও।

শুধু যে হোয়াটসঅ্যাপের আগমন ঘটবে এমনটা নয়, সঙ্গে এসেছে ইউটিউব সহ ফেসবুকও। নতুন এই জিওফোন ২-এর দাম যে ২,৯৯৯ টাকা, সেকথা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন। রিলায়েন্স তাদের বার্ষিক সাধারণ সভায় জিও ফোন মনসুন হাঙ্গামা অফার ঘোষণা করেছিল। সেই অফারের আওতায় এখন যাঁরা ফিচার ফোন ব্যবহার করেন, তাঁরা ৫০১ টাকার বিনিময়ে ফোন এক্সচেঞ্জ করে জিও ফোন নিতে পারবেন।

আরও পড়ুন: এবার ভারতীয়রা পাবেন Moto G6 Plus

জিওফোন ২-এর স্পেসিফিকেশনের কথা বলতে গেলে শুরুতেই আসবে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে-র কথা। KAI অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলা এই ফোনে থাকবে ৫১২ এমবি র‌্যাম এবং ৪ জিবি অনবোর্ড স্টোরেজ। ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে মাইক্রো এস ডি কার্ড ব্যবহার করে। জিওফোন ২-এ থাকবে ২ এমপি রিয়ার ক্যামেরা এবং একটি ভিজিএ ফ্রন্ট ক্যামেরা সেন্সর। জিওফোন ২-তে 2,000 mAh ব্যাটারি থাকছে। থাকছে VoLTE, VoWiFi, NFC, জিপিএস, ব্লুটুথ, এবং এফএম রেডিও। এই ফোন সাপোর্ট করবে LTE Cat4 DL: 150Mbps/UL: 50Mbps, and LTE Band 2,5,40, 2G Band 900/1800-কে।

reliance jio jio
Advertisment