New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/whatsapp_reuters_1.jpg)
গত মঙ্গলবার টেলি কমিউনিকেশন বিভাগ টেলিকম অপারেটরদের কাছে এই ধরনের বার্তা পাঠানোর বিরুদ্ধে তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেয়।
এবার থেকে হোয়াটসঅ্যাপে অশ্লীল বা আপত্তিকর মেসেজ এলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। শুক্রবার এক শীর্ষ সরকারি আধিকারিক বলেন, "টেলিযোগাযোগ বিভাগের (ডট) তরফে সদ্য একটি চ্যানেল খোলা হয়েছে। যেখানে জানাতে পারবেন আপনার অভিযোগ।"
টেলিকম বিভাগের যোগাযোগ নিয়ন্ত্রক পরিচালক আশিষ জোশি একটি টুইটে বলেন, "যে কেউ অবমাননাকর / আপত্তিকর / মৃত্যুর হুমকি / অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ যদি পেয়ে থাকেন এবং তার বিরুদ্ধে অভিযোগ জানাতে হলে, ccaddn-dot@nic.in মেইল আইডিতে সেই বার্তার স্ক্রিনশট পাঠান।" তিনি আরও বলেন, "প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমরা টেলিকম অপারেটর ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব।"
If anyone is receiving abusive/offensive/death threats/ vulgar whatsapp messages ,please send screen shots of the message along with the mobile numbers at ccaddn-dot@nic.in
We will take it up with the telecom operators and police heads for necessary action.
— Ashish Joshi (@acjoshi) February 22, 2019
হোয়াটসঅ্যাপে অপমানজনক বার্তা কিছু ক্ষেত্রে সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। বেশ কয়েকবছর ধরেই একাধিক অভিযোগ জমা পড়েছে। গত মঙ্গলবার ডট টেলিকম অপারেটরদের কাছে এই ধরনের বার্তা পাঠানোর বিরুদ্ধে তাত্ক্ষনিক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেয়। কুরুচিপূর্ণ, অশ্লীল, ও অনধিকার চর্চা বিষয়ক বার্তা পাঠানোর ওপর দাঁড়ি টানার গুরু দায়িত্ব নিতে হবে নেটওয়ার্ক সংস্থাগুলিকে।
কেন্দ্রীয় টেলিকম অপারেটরদের এই ধরনের বার্তাগুলির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করার জন্য একটি কল সেন্টার বা হেল্পলাইন চালু করা হয়েছে।
Read the full story in English