/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_3104a5.jpg)
এবার Google Pay, PhonePe-এর সঙ্গে প্রতিযোগিতার আসরে নামতে চলেছে হোয়াটসঅ্যাপ।
এবার Google Pay, PhonePe-এর সঙ্গে প্রতিযোগিতার আসরে নামতে চলেছে হোয়াটসঅ্যাপ।
ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ UPI পরিষেবা এখন ভারতে বেশ জনপ্রিয়। UPI-এর ক্ষেত্রে PhonePe এবং Google Pay-এর কথাই প্রথম মাথায় আসে। এবার WhatsApp UPI-এর বাজারে আধিপত্য বিস্তার করতে চলেছে। ইতিমধ্যেই এই নিয়ে কোমর বেধে মাঠে নেমেছে হোয়াটসঅ্যাপ। এবার আন্তর্জাতিক পেমেন্ট পরিষেবার সুবিধা মিলবে হোয়াটসঅ্যাপ-এ। রিপোর্ট অনুযায়ী, অ্যাপের UPI পরিষেবার মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট করতে পারবেন ইউজাররা।
Tipster @AssembleDebug সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করেছেন। WhatsApp Payments বা WhatsApp Pay শীঘ্রই ব্যবহারকারীদের Google Pay, PhonePe-এর মতো অন্যান্য UPI অ্যাপের মতো আন্তর্জাতিক পেমেন্টের সুবিধা দেবে। এই পরিষেবাটি বর্তমানে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ নয়, তবে শীঘ্রই হোয়াটসঅ্যাপ ভারতীয় ব্যবহারকারীদের আন্তর্জাতিক UPI পেমেন্টের সুবিধা প্রদান করবে।
এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ এই বিশেষ সুবিধা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। আশা করা হচ্ছে যে আগামী দিনে এই ফিচারটি প্রথমে নির্বাচিত বিটা ইউজারদের জন্য প্রযোজ্য হবে। এর পরে ফিচারটি আনুষ্ঠানিকভাবে চালু করা হতে পারে।
International Payments on WhatsApp through UPI for Indian users.
This is currently not available for users. But WhatsApp might be working on it as I couldn't find anything on Google about it.
Apps like Phonepe, GPay and some others already support this. #Whatsapppic.twitter.com/OE2COo89eZ— AssembleDebug (@AssembleDebug) March 25, 2024
WhatsApp ২০২২ সালের নভেম্বরে প্রথমবারের মতো ভারতীয় ব্যবহারকারীদের জন্য ইন-অ্যাপ UPI পেমেন্টের সুবিধা শুরু করেছিল। এবার হোয়াটসঅ্যাপ আন্তর্জাতিক পেমেন্ট পরিষেবা শুরু করতে চলেছে। হোয়াটসঅ্যাপ শীঘ্রই এই ফিচারটি বিটা সংস্করণ প্রকাশ করতে পারে। যার পরে কিছু নির্বাচিত বিটা ব্যবহারকারীরা এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে সক্ষম হবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে সংস্থাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য এই বৈশিষ্ট্যটি কিছুদিনের মধ্যেই সামনে আনবে।