Advertisment

টাকা লেনদেন করা যাবে WhatsApp থেকেই! কীভাবে পেমেন্ট করবেন?

এই পেমেন্ট সার্ভিস নিয়ে সবারই তীব্র আগ্রহ ছিল। তবে এবার এই সিস্টেম চালু করার ছাড়পত্র পেল এই এই সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আপনার মেসেজ একেবারে প্রাইভেট রাখুন WhatsApp-এর সঙ্গে

ভারতে হোয়াটসঅ্যাপ পেমেন্ট চালু করতে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থা। এই পেমেন্ট সার্ভিস নিয়ে সবারই তীব্র আগ্রহ ছিল। তবে এবার এই সিস্টেম চালু করার ছাড়পত্র পেল এই এই সংস্থা। অ্যান্ড্রয়েড এবং আইওএস সব প্ল্যাটফর্মেই থাকছে এই অ্যাপ এমনটাই খবর।

Advertisment

ভারতে লকডাউনের পর আরও চাহিদা বৃদ্ধি পেয়েছে ইউপিআই (UPI)-এর। গুগল পে, ফোন পে, অ্যামাজন পে-র মতো আরও একাধিক এই ধরণের টাকা লেনদেনের অ্যাপ রয়েছে ভারতে৷ বিটা ভার্সনে হোয়াটসঅ্যাপ পে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার এই অ্যাপকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)৷

কীভাবে ব্যবহার করবেন এই পেমেন্ট?

প্রথমেই অ্যাপটি আপডেট করুন। অ্যাকাউন্ট সেট-আপ করতে হবে।

অ্যাপটি ওপেন করে স্ক্রিনের ডানকোনে থাকা তিনটি ডট ক্লিক প্রেস করুন।

সেখানে Payments > Add payment method -এ যান।

সেখানে ব্যাঙ্কের তালিকা পেয়ে যাবেন। যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেটি সিলেক্ট করুন। এরপর আপনার কাছে এসএমএস আসবে।

যাচাই পর্ব শেষ হলে UPI pin নথিভুক্ত করুন।

তবে এখনই প্রত্যেকের পক্ষে হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করা সম্ভব হবে না ৷ প্রাথমিক ভাবে ভারতের দু’কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপ পে-র ব্যবহার করতে পারবেন ৷

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Whatsapp
Advertisment