Advertisment

বিপদের আশঙ্কা হোয়াটসঅ্যাপে, ব্যবহার করুন সুরক্ষিত মেসেজিং অ্যাপ

পেপেগাসাস নামক স্পাইওয়ারের আক্রমণের পর হোয়াটসঅ্যাপকে এই মুহূর্তে আর ন্ড টু এন্ড এনক্রিপটেড মেসেজিং অ্যাপের তালিকায় ধরছে না ওয়াকিবহলমহল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্পাইওয়্যারের নজরদারি নিয়ে হোয়াটসঅ্যাপকে চিঠি কেন্দ্রের

ভারতের বেশ কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকার কর্মীর উপর নজরদারি চালাতে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই, তা স্বীকারও করেছে হোয়াটঅ্য়াপ কর্তৃপক্ষ। সুতরাং, এখন স্পষ্ট যে হোয়াটসঅ্যাপ আর নিরাপদ নয়। এদিকে হোয়াটসঅ্যাপ ছাড়া এক মুহূর্ত কাটানো সম্ভব নয়। তাহলে উপায়? খুবই সহজ, হোয়াটসঅ্যাপ থেকে মুখ ফিরিয়ে নিন। ব্যবহার করুন এন্ড টু এন্ড এনক্রিপটেড মেসেজিং অ্যাপ- Apple iMessage, Wire, Signal, Telegram, Facebook Messenger secret chats। পেপেগাসাস নামক স্পাইওয়ারের আক্রমণের পর হোয়াটসঅ্যাপকে এই মুহূর্তে আর এন্ড টু এন্ড এনক্রিপটেড মেসেজিং অ্যাপের তালিকায় ধরছে না ওয়াকিবহলমহল।

Advertisment

অ্যাপেলের আইমেসেজ ও ফেসটাইম এন্ড টু এন্ড প্রোটেকশন। এই অ্যাপে কোনো থার্ড পার্টির হাত নেই। তবে এই মেসেজিং অ্যাপ শুধুমাত্র অ্যাপেল ডিভাইসেই সীমাবদ্ধ।

আরও পড়ুন:  পেগাসাস স্পাইওয়ার ঠিক কী?

publive-image Apple iMessage

ব্যবহার করতে পারেন Wire। যা অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে। যার এন্ড টু এন্ড এনক্রিপশন। মেসেঞ্জার, ভয়েস, ভিডিও, কনফারেন্স কলস, ফাইল শেয়ারিং এবং এক্সটার্নাল কোলাবোরেশন সার্ভিস সবই সুরক্ষিত। একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। সমস্ত ব্রাউজারে সাপোর্ট করে ওয়ার।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের টার্গেট লিস্টের বেশিরভাগই ভারতের মানবাধিকার আইনজীবী, সাংবাদিক ও অধ্যাপক

publive-image Signal

publive-image Wire

এছাড়া ব্যবহার করতে পারেন Signal। এই মেসেজিং অ্যাপও সমস্ত ডিভাইসে সাপোর্ট করবে। এই মেসেজিং অ্যাপে রয়েছে টাইমার অপশন। যার মাধ্যমে আপনি নির্দিষ্টি সময়ের মধ্যে ডিলিট হয়ে যাবে আপনার আগের মেসেজ। পাশাপাশি ফেসবুকের মেসেঞ্জার সিক্রেট চ্যাট ব্যবহার করতে পারেন।

Read the full story in English

Whatsapp
Advertisment