WhatsApp Payments: লেনদেনের গোপনীয়তা রক্ষার ওপর কড়া নজর
Whatsapp Payments: হোয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী ফেসবুক কমারশিয়াল কাজে কোনোভাবেই হোয়াটসঅ্যাপ পেমেন্ট সংক্রান্ত তথ্য ব্যবহার করবে না। NPCI এবং ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করতে হবে।
এবার ভারতীয়রা পেমেন্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ মাধ্যমেই। গোপনীয়তা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এই ফিচারে। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য বিটা ভার্সনে টেস্টিং চলছে পেমেন্ট ফিচারের।
এদিকে হোয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী ফেসবুক কমারশিয়াল কাজের উদ্দেশ্যে কোনোভাবেই হোয়াটসঅ্যাপ পেমেন্ট সংক্রান্ত তথ্য ব্যবহার করবে না। NPCI এবং ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করতে হবে। সংস্থা জানিয়েছে পেমেন্ট নিরাপদ এবং সুরক্ষিত রাখার জন্য কাস্টমার সার্ভিসের ব্যবস্থা থাকবে। FAQ (Frequently Asked Questions)-এর আওতায় থাকবে পেমেন্ট ডেটা।
ইউজারদের UPI পিন কোনোভাবেই অ্যাকসেস করতে পারবে না হোয়াটসঅ্যাপ। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যখন আপনি পেমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা ব্যাঙ্ককে এনক্রিপ্টেড ইউপিআই পিনটি পাঠাবে, যাকে বলে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। তবে হোয়াটসঅ্যাপ সেই UPI PIN স্টোর করে রাখতে পারবে না, বা দেখতেও পারবে না। ন্যাশেনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি সফট্ওয়ার দিয়ে চালিত হবে UPI PIN। পেমেন্টের সময় আপনার কাছে আসবে একটি ওয়ানটাইম পাসওয়ার্ড (OTP), টাকা পাঠাতে প্রয়োজন হবে অ্যাকাউন্ট নম্বর এবং ডেবিট কার্ডের বিস্তারিত তথ্য ।
সংবাদ সংস্থা PTI-এর প্রকাশিত তথ্য অনুযায়ী ইলেকট্রনিক মন্ত্রক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে লিখিত ভাবে জানিয়েছে বিষয়টির প্রতি নজর রাখার জন্য সমস্ত তথ্য যাচাই করে নিতে। ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত টাকা পয়সার লেনদেনকে নিয়ন্ত্রন করবে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এবং NPCI। UPI অনুমতি দেবে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক টাকা আদানপ্রদানের। টাকা আদানপ্রদানের সময় আপনার থেকে UPI এবং QR কোডের তথ্য জানতে চাওয়া হবে।
কিছুদিন আগে তথ্য ফাঁসের দায়ে শিরোনামে ছিল ফেসবুক।এদিকে ফেসবুকের অধীনে হোয়াটসঅ্যাপ। কাজেই হোয়াটসঅ্যাপ পেমেন্ট নিয়ে আশঙ্কা শুরু হতে পারে। সেই কারনেই সমস্তটা খতিয়ে দেখছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া।