ফেসবুক অধীনস্ত হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে, আগামী ২০২০ সাল থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস স্টোরিতে বিজ্ঞাপন দিতে পারবেন ইউজাররা। নেদারল্যান্ডে আয়োজিত রোটারদামের ফেসবুক মার্কেটিং সামিটে সংস্থা প্রকাশ্যে তাদের নতুন আপকামিং ফিচারের কথা তুলে ধরে।
সংস্থার তরফ থেকে বলা হয়, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে থাকবে স্টোরিস বিজ্ঞাপন। স্টোরি দেখার মাঝে ইউজাররা দেখতে পাবেন সেই বিজ্ঞাপন। ঠিক যেমন বর্তমানে ফেসবুকে কোনো ভিডিও দেখার ক্ষেত্রে ঘটে থাকে। বিজ্ঞাপন স্টোরিসে ক্লিক করলেই পৌছে যাওয়া যাবে বিজ্ঞাপন দাতার ওয়েসাইটে। হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে, ভারতে হোয়াটসঅ্যাপের স্টোরিস ফিচার খুবই জনপ্রিয়।
WhatsApp will bring Stories Ads in its status product in 2020. #FMS19 pic.twitter.com/OI3TWMmfKj
— Olivier Ponteville (@Olivier_Ptv) May 21, 2019
আরও পড়ুন: সর্বনাশ! লাখ টাকায় বিক্রি হচ্ছে আপনার ফোনের গচ্ছিত নম্বর ?
And richer message formats for businesses pic.twitter.com/QWFJ2PVF7i
— Olivier Ponteville (@Olivier_Ptv) May 21, 2019
WhatsApp product catalog will be integrated with already existing Facebook’s catalog. #FMS19 pic.twitter.com/ORVaijuDsr
— Olivier Ponteville (@Olivier_Ptv) May 21, 2019
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ইউজারের গোপন তথ্য চুরির অভিযোগ উঠছে, তবে সেই তথ্য চুরিতে হাত নেই হোয়াটসঅ্যাপের। নিরাপত্তার বেড়াজাল টপকে ঢুকে পড়েছে ইজরায়েলি হ্যাকাররা। মূলত ভয়েস কলিংয়ের মাধ্যমে আপনার ফোনে ঢুকছে তারা। যখনই রিসিভ করছেন হোয়াটসঅ্যাপ ভয়েস কল, তখনই আপনার স্মার্টফোনে ইনস্টল হয়ে যাচ্ছে হ্যাকিংয়ের স্পাইওয়্যার। যার মাধ্যমে হ্যাকাররা আপনার গোপন তথ্য চুরি করে নিচ্ছে। নাম উঠে এসেছে, ইজরায়েলি সাইবার অস্ত্র বিপণন সংস্থা NSO গ্রুপের। তাদের তৈরি কোড ব্যবহার করেই এই হ্যাকিং বলে অভিযোগ। বর্তমানে একটি আপডেটেড ভীর্সন বার করেছে সংস্থা। হোয়াটসঅ্যাপের দেড়শ কোটি ব্যবহারকারীকে সাবধানতা হিসেবে দ্রুত অ্যাপটি আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।