আসন্ন নতুন ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। যেখানে গ্রুপ চ্যাটের অ্যাডমিন নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রুপের বাকি সদস্যদের। আপাতত ফিচারটি হোয়াটসঅ্যাপের iOS সংস্করণে পরীক্ষা করা হচ্ছে। জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস তার iOS অ্যাপ্লিকেশনের জন্য একটি পাবলিক বিটা প্রোগ্রাম চালু করেছে। সম্ভবত পরবর্তীকালে এই ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস উভয়তেই যুক্ত হবে।
WABetaInfo-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, "এই ফিচারটি ভবিষ্যতে যে কোন আইওএস বিটা ব্যবহারকারীর জন্য উপলব্ধ হবে, এবং পরবর্তী iOS আপডেটের সঙ্গে পাওয়া যাবে।"
আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে যেমন তেমন কোনও গ্রুপে যোগদান করাতে পারবেন না, এবং গোপনীয়তা বজায় রাখার বিষয় নিশ্চিত করবে গ্রুপ ইনভিটেশন ফিচার। নতুন ফিচারটি পেতে হোয়াটসঅ্যাপ সেটিংস> অ্যাকাউন্ট> প্রাইভেসি> গ্রুপসের মধ্যে পাওয়া যাবে।
আরও পড়ুন: “ধ্বংস হচ্ছে দেশজ সংস্কৃতি”, নিষিদ্ধ হতে পারে টিকটক
একজন ব্যবহারকারীর কাছে তিনটি বিকল্পে গ্রুপ আমন্ত্রণ এবং তাঁদের গোপনীয়তার জন্য সেটিংসে বিকল্প থাকবে: 'এভরিওয়ান', 'মাই কনট্যাক্টস', এবং 'নোবডি'। তালিকার প্রথমটি, অর্থাৎ 'সবাই', মেসেজিং প্ল্যাটফর্মের যে কোনও ব্যবহারকারীকে গ্রুপে যুক্ত করার অনুমতি দেয়, এমনকি যদি নম্বর ফোনে সেভ না থাকে তাহলেও যোগ করা যাবে। 'মাই কনট্যাক্টস' সিলেক্ট করা থাকলে সীমিত কিছু গ্রুপে এবং ফোনে সেভ করা নম্বরের মালিকরা আপনাকে গ্রুপে আমন্ত্রণ জানাতে পারবেন। 'নোবডি' অপশনে ক্লিক করলে কেউই আপনাকে আপনার ইচ্ছা ছাড়া কোনো গ্রুপে অ্যাড করতে পারবেন না।
তবে এছাড়াও কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে চাইলেই প্রক্রিয়া সম্পন্ন হবে না। তার জন্য আপনার কাছে আগত নোটিফিকেশনে সম্মতি দিতে হবে। যে নোটিফিকেশনের সময়সীমা থাকবে ৭২ ঘণ্টা।
Read the full story in English