Advertisment

WhatsApp Feature: নেওয়া যাবে না প্রোফাইল ফটোর স্ক্রিনশট, ইউজারদের স্বার্থে বড় পদক্ষেপ WhatsApp-এর

এখন থেকে আর কেউ আপনার আপনার প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবে না।

author-image
IE Bangla Tech Desk
New Update
WhatsApp Features,WhatsApp Profile Picture Screenshot Blocking Mode,WhatsApp Screenshot Blocking Feature

এখন থেকে আর কেউ আপনার আপনার প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবে না।

হোয়াটসঅ্যাপ একটি সিকিউরিটি ফিচার নিয়ে কাজ করছে। এর ফলে এখন থেকে আর কেউ আপনার আপনার প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবেন না। যদিও ফেব্রুয়ারি থেকে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। এর আগে অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই ফিচার দেখা গিয়েছিল। এবার আইওএস ভার্সানের লেটেস্ট বিটা আপডেটে লক্ষ্য করা গিয়েছে এই ফিচার। এখন এটি সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।

Advertisment

ব্যবহারকারীদের গোপনীয়তার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ একটি নতুন সিকিউরিটি ফিচার চালু করেছে। এই ফিচার চালুর আগে লোকেরা হোয়াটসঅ্যাপে যে কোনও ব্যক্তির প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারত। কিন্তু, এখন থেকে নিরাপত্তা খাতিরে তা আর সম্ভব হবে না। এই নতুন ফিচারের সাহায্যে এখন যে কেউ আপনার প্রোফাইল ছবির স্ক্রিনশট নিতে পারবে না। যদিও এই ফিচারটি ফেব্রুয়ারি থেকে পরীক্ষা চলছিল, এখন এটি সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।

ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়ানোর লক্ষ্যে এটি আনা হয়েছে বলেই জানা গিয়েছে। মেটা মালিকাধীন কোম্পানি শীঘ্রই অ্যাপে স্ক্রিনশট ব্লকিং প্রোফাইল ফটো ফিচার আনতে চলেছে। এই ফিচারে ব্যবহারকারী তার প্রোফাইল ছবি ব্লক করতে পারবেন। আপনি যার ফটো স্ক্রিনশট নিতে চান তার অনুমতি ছাড়া স্ক্রিনশট নেওয়া সম্ভব হবে না। Wabitinfo-এর মতে, নয়া এই ফিচার ব্যবহার করতে, ইউজারকে আপডেট হওয়া সংস্করণ 2.24.4.25 ইনস্টল করতে হবে। ব্যবহারকারীর গোপনীয়তা বাড়াতে এই ফিচার আনছে সংস্থাটি। নতুন ফিচার চালু হওয়ার পর ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরালো হবে।

WhatsApp Feature
Advertisment