একেই মিলবে তিনের সুবিধা। এবার হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক করা যাবে অন্যান্য অ্যাপও। তালিকায় রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এবার থকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যুক্ত করতে পারবেন উল্লেখিত অ্যাকাউন্টগুলির সঙ্গে। সম্প্রতি টেলিকমটক জানিয়েছে, তিনটি নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে আরও উন্নত হবে এই মেসেজিং সার্ভিস।
আগের রিপোর্টে বলা হয়েছিল, বেশ কিছু স্টিকার ফিচার সহ পিকচার ইন পিকচার মোড আসতে চলেছে হোয়াটঅ্যাপে, তবে সম্প্রতি জানানো হয়েছে লিঙ্ক অ্যাকাউন্ট ফিচারও যোগ করা হবে হোয়াটসঅ্যাপের আসন্ন ফিচারের তালিকায়। অ্যান্ড্রয়েড এবং iOS, দুইয়েই মিলবে এই আপডেট। রেগুলার হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য এই আপডেটেড ফিচার বানানো হয়েছে। ইনস্টা বা ফেসবুক হ্যাক হলে বা অন্যান্য সমস্যা হলে সে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপকেই ব্যাকআপ অ্যাপ হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি।
শেষ নয় এখানেই, এ ছাড়াও রয়েছে আরও আপডেট। সাইলেন্ট মোডের ওপরও কাজ করছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও এবং তার ওপরেও কাজ করবে এই ফিচার। এতদিন পর্যন্ত মিউট করা চ্যাটে নতুন মেসেজ এলে নোটিফিকেশন পেতেন। এবার নতুন এই আপডেটের ফলে মিউট করা চ্যাটে কোনও নোটিফিকেশন পাবেন না, অর্থাৎ চ্যাটের কোনও মেসেজ দেখাবে না চ্যাটের পাশে। শুধুমাত্র চ্যাট আনমিউট করলেই স্বাভাবিক নোটিফিকেশন মিলবে। এ ক্ষেত্রে কোনও সেটিংস পরিবর্তন করতে হবে না।
অবশেষে ভেকেশন মোডের প্ল্যান সেরেছে হোয়াটসঅ্যাপ। আর্কাইভ করা চ্যাটের অভিজ্ঞতাকে আরও ভাল করবে এই ফিচার। বর্তমানে নতুন নোটিফিকেশন অর্থাৎ মেসেজ এলে আর্কাইভ চ্যাট আবার চ্যাট বক্সে চলে আসে। তবে এই নতুন ফিচারের এর ফলে নতুন মেসেজ এলেও আর্কাইভ করা চ্যাট যেমন আছে তেমনই থাকবে। WABetaInfo অনুযায়ী, অ্যান্ড্রয়েডে আসার আগে iOS ফোনেই প্রথম আসবে এই ফিচার।