Advertisment

বছরের প্রথম দিন থেকে এই ফোনগুলিতে চলবে না হোয়াটসঅ্যাপ

নোকিয়া S40 প্ল্যাটফর্ম ছিল প্রভাবশালী অপারেটিং সিস্টেম। কিন্তু ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এই নতুন প্ল্যাটফর্মে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুছে ফেলুন ভাইরাসের পরিপূর্ণ মেসেজ

একাধিক ফোনে বন্ধ করে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ, যার ফলে বছরের প্রথমদিন থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলায় ব্যঘাত ঘটতে চলেছে। যাঁরা এই মূহুর্তে নোকিয়ার S40 সফটওয়ার ব্যবহার করেন, তাঁদের ফোনে জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। Nokia 206, Asha 210 সহ উল্লিখিত অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলিতে বন্ধ হয়ে যাবে ফেসবুক মালিকানাধীন এই মেসেজিং সার্ভিস।

Advertisment

নোকিয়া S40 প্ল্যাটফর্ম ছিল প্রভাবশালী অপারেটিং সিস্টেম। কিন্তু ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এই নতুন প্ল্যাটফর্মে। সেক্ষেত্রে বদল করতে হতে পারে আপানার স্মার্টফোন।

কোন কোন ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ?

Nokia 206 Single SIM, Nokia 206 Dual SIM, Nokia 208, Nokia 301 Single SIM Chat Edition, Nokia 301 Dual SIM Chat Edition, Nokia 515, Nokia Asha 201, Nokia Asha 205 Chat Edition, Nokia Asha 210, Nokia Asha 230 Single SIM, Nokia Asha 230 Dual SIM.

Nokia Asha 300, Nokia Asha 302, Nokia Asha 303, Nokia Asha 305, Nokia Asha 306, Nokia Asha 308, Nokia Asha 309, Nokia Asha 310, Nokia Asha 311, Nokia Asha 500, Nokia Asha 501, Nokia Asha 502, Nokia Asha 503, Nokia C3-00, Nokia C3-01, Nokia X2-00, Nokia X2-01, Nokia X3-02, and Nokia X3-02.5

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, "এটি আমাদের জন্য কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু সঠিকভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বন্ধু, পরিবার এবং প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে আরও ভাল সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত। এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে চাইলে ডিভাইস আপগ্রেড করা ছাড়া আর কোনও উপায় নেই।"

একইসঙ্গে অ্যান্ড্রয়েড 2.3.7 অপারেটিং সিস্টেমেও চলবে না হোয়াটসঅ্যাপ।

Read the full story in English

smartphone Nokia
Advertisment