Whatsapp অডিও মেসেজের ক্ষেত্রেও বেশ কিছু ফিচার যুক্ত করতে চলেছে। জানা গিয়েছে নতুন এই ফিচারের মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যেই iOS ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এগুলি সামগ্রিকভাবে আরও বিস্তৃত রোলআউট পাচ্ছে এবং অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ আরও ব্যবহারকারীদের কাছে নতুন এই ফিচার উপলব্ধ হবে বলেও জানা গিয়েছে। ডেটা অনুসারে দেখা গেছে প্রতিদিন গড়ে ৭০ লক্ষ মানুষ Whatsapp অডিও মেসেজের ব্যবহার করে থাকেন। নতুন এই ফিচারের ফলে তারা উপকৃত হবে সেকথা বলা বাহুল্য।
নতুন বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ:
Out of Chat Playback: এখন ব্যবহারকারীরা চ্যাটের বাইরে গিয়েও একটি ভয়েস মেসেজ শুনতে সক্ষম হবেন কোন ইউজার অন্য মেসেজ পড়তে বা তাতে রিপ্লাই দিতে দিতেই শুনতে পাবেন ভয়েস মেসেজ।
Pause/Resume Recording: একটি ভয়েস মেসেজ রেকর্ড করার সময়, ব্যবহারকারীরা এখন রেকর্ডিংয়ের সময় পউস করতে এবং পুনরায় ভয়েস মেসেজ শুরু করতে পারবেন।
Waveform Visualisation: নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা ভয়েস মেসেজের ক্ষেত্রে একটি ভিজ্যুয়াল প্রেসেন্টেশনও করতে পারবেন। যদিও আই ফিচার ইতিমধ্যেই iOS এবং Android বিটা ইউজাররা দেখেছেন।
Draft Preview: ইউজাররা এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজ পাঠানোর আগে সেটি শুনতে পারবেন এবং সেটি ড্রাফট আকারে সেভ করে রাখতে পারবেন।
Remember Playback: ভয়েস মেসেজ শোনার সময় আপনি যদি বিরতি দেন তবে আপনি যেখানে বিরতি দিয়েছিলেন, পরবর্তী সময়ে আপনি সেখান থেকেই আবার ভয়েস মেসেজ সুরু করতে পারবেন।
Fast Playback on Forwarded Messages: এই ফিচারের মাধ্যমে ইউজাররা ভয়েস মেসেজ শোনার ক্ষেত্রে 1.5x বা 2x গতিতে ভয়েস মেসেজ শুনতে পাবেন।
আগামী সপ্তাহ থেকেই এই সমল ফিচার iOS এবং Android ইউজারদের রোল আউট করবে Whatsapp। আপনি যদি এই সকল ফিচার পেতে চান তবে আপনার Whatsapp টিকে আপডেট করুন।