Advertisment

Which Air Conditioner consumes less electricity: গরম পড়ার আগেই জানুন উইন্ডো এসি নাকি স্প্লিট এসি, কোন এসি বাঁচাবে বাড়ির বিদ্যুৎ খরচ?

Which Air Conditioner consumes less electricity: গরম পড়ার সঙ্গে সঙ্গে এসির চাহিদা বাড়তে শুরু করেছে। আপনি যদি একটি এয়ার কন্ডিশনার কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে জানুন উইন্ডো নাকি স্প্লিট এসি কোনটি বাঁচাবে বাড়ির বিদ্যুৎ খরচ?

author-image
IE Bangla Tech Desk
New Update
Air Conditioner,

গরম পড়ার সঙ্গে সঙ্গে এসির চাহিদা বাড়তে শুরু করেছে। Photograph: (ফাইল চিত্র)

Which Air Conditioner consumes less electricity: কোন এসি-তে বিদ্যুৎ খরচ কম? গরম পড়ার আগেই জানুন উইন্ডো এসি নাকি স্প্লিট এসি, কোন এসি বাঁচাবে বাড়ির বিদ্যুৎ খরচ?  

Advertisment

গরম পড়ার সঙ্গে সঙ্গে এসির চাহিদা বাড়তে শুরু করেছে। আপনি যদি একটি এয়ার কন্ডিশনার কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে জানুন উইন্ডো নাকি স্প্লিট এসি কোনটি বাঁচাবে বাড়ির বিদ্যুৎ খরচ? 

মার্চের আগেই আবহাওয়া রীতিমত ঘাম ঝরাচ্ছে। চলতি বছর গরমের দাপট আরও বাড়বে বলেই আশঙ্কা।  এমন পরিস্থিতিতে গরম থেকে রেহাই পেতে প্রতিটি বাড়িতে এয়ার কন্ডিশনার অপরিহার্য্য। 

আপনি যদি গরম পড়ার আগে সাশ্রয়ী মূল্যের নতুন এসি কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন  উইন্ডো এসি নাকি স্প্লিট এসি, কোনটি আপনার বিদ্যুৎ খরচ কমাবে? দুটি এসির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, যেগুলি কেনার আগে জানাটা একান্ত জরুরি।

Advertisment

ঘরের আকার

যদি আপনার ঘরের আকার ছোট হয়, তাহলে উইন্ডো এসি আপনার সবচেয়ে ভালো বিকল্প।  যদি আপনার ঘরটি বড় হয় এবং দ্রুত কুলিং চান, তাহলে স্প্লিট এসিই আপনার জন্য ভালো । স্প্লিট এসির শীতল করার ক্ষমতা বেশি এবং বড় আকারের ঘরগুলিকেও দ্রুত ঠান্ডা করতে সক্ষম।  

কোন এসি কম বিদ্যুৎ খরচ করে?

আপনি বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত? তাহলে স্প্লিট এসি আপনার জন্য দুর্দান্ত বিকল্প। স্প্লিট এসিতে কম বিদ্যুৎ খরচ হয়। পাশাপাশি আপনি পাবেন অধিক কুলিং।  উইন্ডো এসিতে বেশি বিদ্যুৎ খরচ হয়, যার ফলে আপনার বিদ্যুৎ বিল বেড়ে যেতে পারে। তাই, যদি আপনি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চান তাহলে  স্প্লিট এসি আপনার জন্য সঠিক পছন্দ।

Air Conditioner
Advertisment