Advertisment

Sim-Aadhaar link: আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি ভুল? হতে পারে জেল-জরিমানা, আজই চেক করুন

যে কোন সরকারি বা বেসরকারি কাজে আধার নম্বর আজকাল হয়ে পড়েছে। আধারের সঙ্গে মোবাইলের লিঙ্ক করাটাও সমান ভাবে জরুরি। আপনি যদি আধারের সঙ্গে আপনার সিম কার্ড ভুলভাবে লিঙ্ক করেন তাহলে আপনার ভোগান্তির আর শেষ থাকবে না। আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি ভুল হলে আপনাকে এমনকী জেলে পর্যন্ত যেতে হতে পারে। এমন পরিস্থিতিতে আজই দেখে নিন আপনার আধার কার্ডে ভুল সিম কার্ড নম্বর রেজিস্টার করা নেই তো?

author-image
IE Bangla Web Desk
New Update
aadhaar sim card link, aadhaar linking, Aadhaar Mobile Number Link

আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি ভুল? এখুনি অনলাইনে চেক করুন!

আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি, যা সর্বত্রই ব্যবহৃত হয়। নতুন চাকরি বা স্কুল বা কলেজে ভর্তি। কিংবা ট্রেন, ফ্লাইটের টিকিট সহ যেকোন সরকারি বা বেসরকারি কাজে আধার নম্বর আজকাল হয়ে পড়েছে। আধারের সঙ্গে মোবাইলের লিঙ্ক করাটাও সমান ভাবে জরুরি। আপনি যদি আধারের সঙ্গে আপনার সিম কার্ড ভুলভাবে লিঙ্ক করেন তাহলে আপনার ভোগান্তির আর শেষ থাকবে না। আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি ভুল হলে আপনাকে এমনকী জেলে পর্যন্ত যেতে হতে পারে। এমন পরিস্থিতিতে আজই দেখে নিন আপনার আধার কার্ডে ভুল সিম কার্ড নম্বর রেজিস্টার করা নেই তো?

Advertisment

আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি ভুল? এখুনি অনলাইনে চেক করুন!

যদি আপনার আধারের সঙ্গে একটি জাল সিম কার্ড লিঙ্ক করা থাকে। অথবা আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে অন্য কাউকে একটি সিম কার্ড লিঙ্ক করে থাকেন তাহলে অবিলম্বে ব্যবস্থা নিন। অন্যথায় আপনাকে বড় ক্ষতির সম্মুখীন হতে হতে পারে, কারণ আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে ব্যবহার করে যদি কোনও অপরাধমূলক কার্যকলাপ ঘটে থাকে তবে তার দায় বর্তাবে আপনার উপরেই। এমনকী এর জন্য জেল - জরিমানা পর্যন্ত হতে পারে আপনার। কীভাবে চেক করবেন? জানুন পদ্ধতি-

আপনার আধার কার্ডের সাথে কোন সিম কার্ড লিঙ্ক করা আছে কিনা জানা যাবে খুব সহজেই, যা ঘরে বসে অনলাইনেই চেক করতে পারবেন আপনি।

প্রথমে আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ UIDAI-তে যেতে হবে।

তারপরে আপনি উপরের বাম দিকে কোণে My Aadhaar বিকল্পটি দেখতে পাবেন, যেখানে আপনাকে ক্লিক করতে হবে।

আপনি মোবাইলে আধার ওয়েবসাইট খুললে উপরের বাম কোণে তিনটি লাইন দেখতে পাবেন, যেখানে ক্লিক করলে My Aadhaar অপশন আসবে, যেটিতে ক্লিক করতে হবে।

তারপর আপনাকে নীচে স্ক্রোল করতে হবে, যেখানে আপনাকে আধার পরিষেবা বিকল্পে ক্লিক করতে হবে।

এর পরে আপনাকে ভেরিফাই ইমেল/মোবাইল নম্বরে ট্যাপ করতে হবে।

তারপর দেখবেন একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। এর থেকে আপনাকে মোবাইল নম্বর চেক করার অপশনে ট্যাপ করতে হবে।

এর পরে আপনাকে আধার কার্ডের 12 ডিজিট ইনপুট করতে হবে।

তারপর আপনাকে আপনার মোবাইল নম্বর লিখতে হবে।

এর পরে আপনাকে ক্যাপচা কোড লিখতে হবে।

আরও পড়ুন : < AC Stabilizer: পুড়ে যাবে এসির মোটর, আপনি জানতেও পারবেন না, এখুনি চেক করুন এই ফিচার আদৌ আছে তো? >

যদি আপনার মোবাইল নম্বরটি আপনার আধারের সাথে লিঙ্ক করা থাকে তবে আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন যে রেকর্ডটি মিলছে।

একইভাবে, যদি অন্য কোনও মোবাইল নম্বর আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে তবে আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন যে রেকর্ডটি মিলছে না।

Tech News Aadhaar Card
Advertisment