Advertisment

Modi Smartphone: কোন কোম্পানির স্মার্টফোন ব্যবহার করেন মোদী? কী কী ফিচার রয়েছে তাতে? জানলে অবাক হবেন

কোন কোম্পানির স্মার্টফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী মোদী? জানলে অবাক হবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
"PM Narendra Modi, PM Narendra Modi, Tech news, Smartphone, PM Modi Smartphone, PM Narendra Modi Smartphone, Rudra Smartphone, Prime Minister of India, Prime Minister Narendra Modi, Which smartphone did PM Modi use, Best smartphones,

মোদী কোন কোম্পানির স্মার্টফোন ব্যবহার করেন?

Modi Smartphone: স্মার্টফোন নিয়ে অনেকের মধ্যেই আলাদা ক্রেজ থাকে। অনেকেই আছেন যারা বেশিদিন একটানা একটি স্মার্টফোন ব্যবহার করেন না। অনেকে আইফোন ব্যবহার করতে পছন্দ করেন। আবার অনেকে স্যামসং, রেডমি স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন। এমন অবস্থায় অনেকের মনেই প্রশ্ন জাগে প্রধানমন্ত্রী মোদী কোন স্মার্টফোন ব্যবহার করেন? অনেকে ভাবেন মোদী হয়ত আইফোন ব্যবহার করেন। কিন্তু না মোদী কিন্তু মোটেও আইফোন ব্যবহার করেন না। মোদী যে স্মার্টফোনটি ব্যবহার করেন তা মোদীর জন্য বিশেষভাবে অত্যন্ত উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এছাড়াও, এই ফোন হ্যাক করা কোন ভাবেই সম্ভব নয়।

Advertisment

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী যে ফোনটি ব্যবহার করেন সেই ফোনের নাম রুদ্র। এই হাই সিকিউরিটি ফোনটি তৈরি করেছে ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। এছাড়াও, এটি একটি অ্যান্ড্রয়েড ফোন যাতে একটি বিশেষ সুরক্ষিত অপারেটিং সিস্টেম রয়েছে। একই সময়ে, এই ফোনটি বেশ নিরাপদ এবং রয়েছে উন্নত সিকিউরিটি ফিচার। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলার জন্য স্যাটেলাইট বা RAX ফোন ব্যবহার করেন। আপনাদের বলে রাখি এই ফোনটি সাধারণ মোবাইল হ্যান্ডসেট থেকে সম্পূর্ণ আলাদা। এর পাশাপাশি এই ফোনটি মিলিটারি ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে। শুধু তাই নয়, কেউ এই ফোন হ্যাক বা ট্রেস করতে পারবে না।

আরও পড়ুন - < Aadhaar-Mobile Link: মুহূর্তে বের করুন আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর, কীভাবে? জানুন পদ্ধতি >

কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কখনও কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ব্যক্তিগত স্মার্টফোন ব্যবহার করতেও দেখা গেছে। তবে এই ফোন সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় নি। প্রধানমন্ত্রী মোদী গত বছরই একটি নতুন সরকারি স্মার্ট ফোন হাতে পেয়েছেন। যার নাম রুদ্র 2। এই ফোনটি রুদ্রের থেকে আরও উন্নত এবং উচ্চতর নিরাপত্তা বৈশিষ্ট্যে সজ্জিত। এই ফোনে রয়েছে বিশেষ ধরণের সিকিউরিটি চিপ। এর সাহায্যে এটি সাইবার আক্রমণ থেকে রক্ষা করে। এছাড়া এতে একটি বিশেষ অপারেটিং সিস্টেম রয়েছে।

smartphone modi
Advertisment