Advertisment

Causes of AC Catch Fire: গরমে একটানা এসি চালাচ্ছেন? এখুনি সাবধান হোন! মুহূর্তেই ঘটে যেতে পারে বিরাট বিপদ

সতর্ক হোন! গরম থেকে স্বস্তি পেতে একটানা এসি চালাচ্ছেন, যে কোন সময়েই ঘটে যেতে পারে ভয়ঙ্কর বিপদ।

author-image
IE Bangla Tech Desk
New Update
ac fire reason, AC fire causes,

সতর্ক হোন! গরম থেকে স্বস্তি পেতে একটানা এসি চালাচ্ছেন, যে কোন সময়েই ঘটে যেতে পারে ভয়ঙ্কর বিপদ।

AC Fire News: সতর্ক হোন! গরম থেকে স্বস্তি পেতে একটানা এসি চালাচ্ছেন, যে কোন সময়েই ঘটে যেতে পারে ভয়ঙ্কর বিপদ।

Advertisment

গতকাল দেশে একাধিক স্থানে এসি মেশিন থেকে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। দমকল বিভাগ গৌতম বুদ্ধ নগর জানিয়েছে যে বুধবার গভীর রাতে, এসির শর্ট সার্কিটের কারণে বহুতলের ১৭ তলায় বারান্দায় আগুন লাগে। পাশাপাশি আগুন লাগার ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের নয়ডা এবং গাজিয়াবাদে।

এই প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে, আপনি যদি আপনার বাড়িতে এবং অফিসে অবিরাম এয়ার কন্ডিশনার চালান তবে আপনাকে আজই সতর্ক হতে হবে। আপনাকে আগেই জেনে নিতে হবে কখন এবং কেন এসিতে আগুন লাগে।

এমন কিছু কারণ রয়েছে যার কারণে AC তে আগুন লেগে যেতে পারে। নিজেকে এবং আপনার পরিবারকে নিরাপদ রাখতে আজই এই বিষয়গুলি থেকে সাবধান হোন। জুন মাসেও দেশ জুড়ে প্রবল গরমের দাপট। অনেক এলাকায় তাপমাত্র ৪৫-৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাপপ্রবাহে মানুষ এতটাই বিপর্যস্ত যে ঘর বের হওয়ার মতো পরিস্থিতি নেই।

এমন পরিস্থিতিতে, এয়ার কন্ডিশনার (এসি) মানুষের জন্য আশীর্বাদ। কিন্তু, অনেকক্ষেত্রে দেখা গেছে এসি-তে আগুন লেগে যায়। তার কারণ জানা থাকেনা কেন আগুন লেগে গিয়েছে। ফলে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।

সম্প্রতি নয়ডার একটি ফ্ল্যাটে এসি-তে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। প্রচণ্ড তাপ এবং এসির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। আজ এমন আপনাদের সামনে তুলে ধরবো যার কারণে AC তে আগুন লেগে যেতে পারে। নিজেকে এবং আপনার পরিবারকে নিরাপদ রাখতে দেরি না করে আজই সাবধান হোন।

আরও পড়ুন : < 1.5 ton split ac discount: অর্ধেক দামেই পান ১.৫ টন split ac, ঘরে বসেই জানুন চমকে যাওয়া অফার সম্পর্কে >

১. পুরানো বা ভুলভাবে ইনস্টল করা তারের শর্ট সার্কিট হতে পারে, যা আগুনের কারণ হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে তারে মরচে ধরতে পারে যার ফলে শর্টসার্কিট হতে পারে এবং আগুন লেগে যেতে পারে। সময়ে সময়ে আপনার এসির ওয়্যারিং পরীক্ষা করিয়ে নিন এবং সঠিক মান অনুযায়ী প্রয়োজনে পরিবর্তন করুন এসির ওয়্যারিং ।

২. সার্কিটে ওভার লোডিংয়ের কারণে আগুন লাগার ঝুঁকি বাড়াতে পারে। তাই একই সার্কিটে যাতে বেশি লোড না পরে সেদিকে খেয়াল রাখুন।

৩. এসির কম্প্রেসার ও ফ্যান চালানোর ক্ষেত্রে 'ক্যাপাসিটর' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিকল হলে অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

৪. এসির ফিল্টার ও কয়েলে ধুলো জমে গেলে বাতাসের ফ্লো কমে যায় এবং এসিকে ঘর ঠাণ্ডা করতে বেশি পরিশ্রম করতে হয়। এর ফলে এসি গরম হতে পারে এবং আগুনের ঝুঁকি বাড়তে পারে। তাই নিয়মিত এসি পরিষ্কার করা খুবই জরুরি।

৫. এসি থেকে জল বাইরে বের করার জন্য একটি পাইপ আছে। যদি এই পাইপটি ব্লক হয়ে যায় কোন কারণে, তাহলে এসিতে জল জমে ক্ষতি করতে পারে, এবং আগুন ধরার চান্স অনেক বেড়ে যায়।

৬. এসিতে একটি বিশেষ গ্যাস ব্যবহার করা হয়, যার ফলেও দ্রুত আগুন ধরতে পারে। গ্যাস ভর্তি করার সময় বা এসি সার্ভিসিং করার সময় কোনো ভুল হলে গ্যাস লিক হতে পারে। এতে আগুন বা বিস্ফোরণের আশঙ্কা থাকে। অতএব, সর্বদা এসি গ্যাস ভরার সময় অভিজ্ঞ মেকানিকের পরামর্শ মেনে চলুন।

Tech News Air Conditioner air condition machine maintenance
Advertisment