Ghibli Style Art: যুগ পরিবর্তনের সঙ্গে উন্নত হচ্ছে প্রযুক্তি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার লেটেস্ট ট্রেন্ড Ghibli ইমেজ। ChatGPT ছাড়াও আরও বেশ কিছু AI টুল রয়েছে যার সাহায্যে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারেন লেটেস্ট Ghibli ইমেজ।
একেবারে ফ্রি'তে আপনি যদি সেরা Ghibli ইমেজ তৈরি করতে চান, তাহলে Fotor, Getimg.ai, insMind, Hugging Face, MidJourney, DALL·E 3 এবং Leonardo.AI এর মতো টুলগুলির সাহায্য নিতে পারেন।
তবে ChatGPT-এর Ghibli ইমেজের ব্যবহারের নিরাপত্তা নিয়ে উঠেছে বিরাট প্রশ্ন। ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি 'অপব্যবহার' হতে পারে বলে সতর্ক করেছেন এআই বিশেষজ্ঞরা। যার জেরে ঘুম উড়েছে লাখো মানুষের।
Ghibli-এর AI আর্ট জেনারেটর সম্পর্কে ডিজিটাল গোপনীয়তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। পাশাপাশি অনেকেই এক সন্দিহান এই ধরণের ব্যক্তিগত ছবি শেয়ার করা নিরাপদ কিনা তা নিয়ে। কেউ কেউ এই ছবিগুলির ডিজিট্যাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। সমালোচকরা বিশ্বাস ব্যবহারকারীরা অজান্তেই গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারেন ।
ব্যবহারকারীদের জন্য ঝুঁকি কেন?
প্রকৃতপক্ষে, এআই কর্মীরা সতর্ক করে দিয়েছেন যে ব্যবহারকারীরা একবার তাদের ছবি এআইয়ের হাতে তুলে দিলে তারা সেই ছবি ব্যবহারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে যে সকল সমস্যা দেখা দিতে পারে তা হল
১. ব্যবহারকারীদের ছবি তাদের অনুমতি ছাড়াই বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।
২. ছবির অপব্যবহার হওয়ার সম্ভাবনাও অনেকটা বেশি
৩.এই সব ছবির মাধ্যমে ভুয়ো প্রোফাইল তৈরি করা হতে পারে।
৪. ব্যবহারকারীদের অনুমতি ছাড়া বিভিন্ন উদ্দেশ্যে তাদের ছবি ব্যবহার করা হতে পারে
৫. ডেটা সুরক্ষা - ব্যবহারকারীর তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা।
৬. আইনি ঝামেলা - ছবি ভুলভাবে ব্যবহার করা হলে ব্যবহারকারীরা আইনি ঝামেলায় পড়তে পারেন।