৫৯ চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। তালিকায় রয়েছে অতি জনপ্রিয় অ্যাপ টিকটক। মঙ্গলবার টিকটক ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, সরকারি আদেশ তারা মেনে চলবে। চিনা অ্যাপের মাধ্যমে ভারতীয় গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হচ্ছে বলে অভিযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রকের। যা নস্যাৎ করেছে টিকটক ইন্ডিয়া। সংস্থার দাবি, চিন সহ কোনও বিদেশি সরকারের সঙ্গে ভারতীয় গ্রাহকদের তথ্য আদান-প্রদান করা হয়নি।
টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধী হলেছেন, ‘অন্তর্বর্তী আদেশ জারি করে ভারত সরকার টিকটক সহ ৫৯ অ্যাপ ব্লক করেছে। সেই আদেশ পালনের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমাদের প্রতিক্রিয়া ও ব্যাখা জানানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’
— TikTok India (@TikTok_IN) June 30, 2020
গান্ধীর দাবি, ‘তথ্য সুরক্ষা সংক্রান্ত ভারত সরকারের যাবতীয় বিধি মেনে চলে টিকটক ইন্ডিয়া। চিন সহ কোনও বিদেশি সরকারের কাছে টিকটকের ভারতীয় গ্রাহকদরে তথ্য দেওয়া হয়নি। আমরা গ্রাহকদের গোপনীয়তা এবং অখণ্ডতার উপর সর্বাধিক গুরুত্ব বজায় রাখি।’
সোমবার টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে তথ্য-প্রযুক্তি মন্ত্রক। ওই অ্যাপগুলি ‘দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। সেকারণেই ওই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে’ বলে জানিয়েছে মন্ত্রক। দেশের তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। সীমান্ত উত্তেজনার আবহে চিনের বিরুদ্ধে দিল্লির এই পদক্ষেপকে ‘ভার্চুয়াল স্ট্রাইক’ বলে দেখা হচ্ছে।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর তথ্য সুরক্ষিত রাখার প্রশ্নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে মোবাইল অ্যাপকে অপব্যবহার করে গ্রাহকদের তথ্য চুরি করা হচ্ছে বলে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল তথ্য প্রযুক্তি মন্ত্রকে। এরপরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে।
তথ্য প্রযুক্তি মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, যারা ইতিমধ্যেই এইসব অ্যাপ ডাউনলোড করেছেন নিষেধাজ্ঞার পর তাদের কাছে আর আপডেটস আসবে না। ইন্টারনেট প্রোভাইডারদেরও এইসব প্ল্যাটফর্ম ব্লক করার নির্দেশ দেওয়া হবে। গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরকে ব্লক করা অ্যাপগুলি সরানোর জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Technology News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে