Advertisment

World First Robotic Hand Exoskeleton: ব্রেন স্ট্রোকের আক্রান্তদের চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার, আশার আলো দেখাচ্ছে IIT কানপুর

World First Robotic Hand Exoskeleton: স্ট্রোক পরবর্তী চিকিৎসায় এই যন্ত্র বিশেষ কাজে আসবে রোগীদের। এমনটাই দাবি করেছেন তিনি। বিশেষ এই যন্ত্রটি আটজন রোগীর উপর ব্যবহার করা হয়েছে। এবং বিশেষ এই থেরাপি ব্যবহার করে তারা সকলেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
robotic hand exoskeleton for brain stroke recovery

ব্রেন স্ট্রোকের আক্রান্তদের চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার, আশার আলো দেখাচ্ছে IIT কানপুর Photograph: (ফাইল ছবি)

World First Robotic Hand Exoskeleton: ব্রেন স্ট্রোকের আক্রান্তদের চিকিৎসায় দিশা দেখালো আইআইটি কানপুরের এক গবেষক। ইতিমধ্যে তিনি তৈরি করে ফেলেছেন বিশ্বের প্রথম ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (BCI)-বেসড রোবোটিক হ্যান্ড এক্সোস্কেলটন  

Advertisment

স্ট্রোক পরবর্তী চিকিৎসায় এই যন্ত্র বিশেষ কাজে আসবে রোগীদের। এমনটাই দাবি করেছেন তিনি। বিশেষ এই যন্ত্রটি  আটজন রোগীর উপর ব্যবহার করা হয়েছে। এবং বিশেষ এই থেরাপি ব্যবহার করে তারা সকলেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।  

অ্যাপোলো হাসপাতাল ইতিমধ্যেই বিশেষ এই থেরাপির ট্রায়াল চলছে, এবং ডিভাইসটি তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাজারে  উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে ভারত এবং ব্রিটেনে আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। 

আইআইটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আশীষ দত্ত এই যন্ত্রটি তৈরি করেছেন। তিনি বলেন, ভারত এবং ব্রিটেনের চারজন রোগীর উপর এর পরীক্ষা করা হয়েছে। এই যন্ত্রের সাহায্যে আটজন রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তিনি আরও বলেন, ১৫ বছরের গবেষণার পর এই যন্ত্রটি প্রস্তুত করা হয়েছে । 

Advertisment

আশীষবাবু জানিয়েছেন, ব্রেন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির অনেক অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এটি তখনই ঘটে যখন শরীর এবং মস্তিষ্কের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্ট্রোক থেকে সেরে ওঠার সবচেয়ে কার্যকর সময় হল প্রথম ছয় থেকে ১২ মাসের মধ্যে, তবে এই ডিভাইসটি সেই গুরুত্বপূর্ণ সময়সীমার আগেই রোগীদের সুস্থ করে তুলছে। 

IIT Kanpur
Advertisment