/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/google-doodle.jpg)
World Wide Web Google Doodle:
মানব জীবন খোলনলচে বদলে দেওয়া তিনটে শব্দ - ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সেই বদলে যাওয়ার তিরিশ বছর পূর্ণ হল আজ। বর্ষপূর্তি উপলক্ষে ডব্লিউডব্লিউডব্লিউ -এর প্রতিষ্ঠাতা স্যার টিম বার্নার্স লি-কে শ্রদ্ধা জানাল গুগল। আজ থেকে ঠিক তিন দশক আগে 'পৃথিবীটা নাকি ছোট হতে হতে' বন্দি হল একটা জালে। দিনটিকে মনে রেখে গুগল ডুডল সেজেছে অন্যরকম সাজে। হোমপেজে থাকছে একটা কম্পিউটারের ছবি। ছবিতেই তুলে ধরা হয়েছে কী ভাবে কম্পিউটারকে কেন্দ্র করেই চলছে গোটা দুনিয়াটা।
জন্ম ১৯৮৯-এর ১২ মার্চ। ৩৩ বছর বয়সী স্যার টিম বার্নার্স লি তখন কাজ করছেন সার্নের গবেষণাগারে। কাজের ফাঁকেই তৈরি করলেন 'Information Management: A Proposal'। জমা দিলেন বসের কাছে। নিঃশব্দ এক বিপ্লবের জন্ম হল। গত শতাব্দীর নব্বইয়ের দশক থেকে পৃথিবীটা বদলাতে শুরু করল একটু একটু করে।
আরও পড়ুন, Womens Day 2019: নারীদিবস উদযাপনে সামিল অ্যান্ড্রয়েড, iOS
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর ইন্টারনেট কিন্তু এক নয়। মূলত এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, ইউআরএল অ্যাড্রেস, এইচটিটিপি -এর ওপর তৈরি হওয়া একটি অ্যাপ্লিকেশন এটি।
আফ্রিকার কিছু বিশেষ অংশ ছাড়া ডুডল সারা বিশ্বেই প্রচলিত। এর কাজ হল ডিজিটাল দুনিয়ায় পুরনো স্মৃতি কিছুটা হলেও ফিরিয়ে আনা, যেমন আজ এনেছে।