worlds smallest ac: নেই দেওয়াল ফুটোর ঝামেলা, সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েডের চেয়েও কমে পান এই মিনি এসি, গরমে পান কাশ্মীরের অনুভূতি

worlds Cheapest AC: এয়ার কন্ডিশনার মানেই হাজার হাজার টাকা খরচ! এই ধারণা এবার ভুল প্রমাণিত হতে চলেছে। কারণ, দিল্লির শাস্ত্রী নগরে পাওয়া যাচ্ছে এমন এক মোবাইল এসি, যার দাম শুনে অবাক হবেন আপনি।

worlds Cheapest AC: এয়ার কন্ডিশনার মানেই হাজার হাজার টাকা খরচ! এই ধারণা এবার ভুল প্রমাণিত হতে চলেছে। কারণ, দিল্লির শাস্ত্রী নগরে পাওয়া যাচ্ছে এমন এক মোবাইল এসি, যার দাম শুনে অবাক হবেন আপনি।

author-image
IE Bangla Tech Desk
New Update
worlds Cheapest AC

এটিই বিশ্বের সবচেয়ে ছোট ও সস্তা এয়ার কন্ডিশনার

Portable AC: প্রবল গরম থেকে রেহাই পেতে সকলেই এখন সস্তায় এসি, কুলারের সন্ধান করছেন। এখন আপনি মাত্র তিন হাজার টাকাতে পেয়ে যান তীব্র গরমেও হাড়হিম ঠাণ্ডা। হ্যাঁ ঠিকই শুনেছেন। মাত্র ৩ হাজার টাকায় এখন বাজারে মিলছে মিনি এসি! মিডিয়া রিপোর্ট অনুসারে এটিই বিশ্বের সবচেয়ে ছোট ও সস্তা এয়ার কন্ডিশনার। যেটি এখন  দিল্লিতে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে। এর সুবিধা হল হাতে নিয়ে যেকোনো জায়গায় অনায়াসেই যেতে পারবেন। 

Advertisment

গরমে মধ্যবিত্তের জন্য এক অনন্য উপহার

এয়ার কন্ডিশনার মানেই হাজার হাজার টাকা খরচ! এই ধারণা এবার ভুল প্রমাণিত হতে চলেছে। কারণ, দিল্লির শাস্ত্রী নগরে পাওয়া যাচ্ছে এমন এক মোবাইল এসি, যার দাম শুনে অবাক হবেন আপনি। মাত্র ৩,৫০০ টাকায় মিলছে এই ছোট অথচ কার্যকরী এসি, যা সহজেই হাতে নিয়েই এক স্থান থেকে অন্যত্র যেতে পারবেন আপনি। 

এই বিশেষ মিনি এসি বিক্রি হচ্ছে দিল্লির শাস্ত্রী নগর মেট্রো স্টেশনের কাছে এক ইলেকট্রনিক শো'রুমে। তার দোকানের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি আন্তর্জাতিক স্তরেও এই এসির জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। 

Advertisment

 কী আছে এই মিনি এসিতে?
দাম: ₹৩,৫০০ (দুটি ভিন্ন মডেলে ₹২,০০০-₹৩,৫০০)

সাইজ: অত্যন্ত ছোট, সহজে বহনযোগ্য

ইনস্টলেশন খরচ নেই, ঘরের যেকোনো জায়গায় সহজেই রাখা যায়

আধ ঘণ্টার মধ্যে পুরো ঘর ঠান্ডা হবে। 

ইনস্টলেশন: রুম হিটার বা ফ্যানের মতো সরাসরি প্লাগ কানেক্ট করে অন করলেই  কাজ শুরু

পাওয়ার সাপোর্ট: ব্যাটারিতেও চলে, বিদ্যুৎ না থাকলেও ৩-৪ ঘণ্টা অনায়াসেই চলতে পারে এই মিনি এসিটি। এই বিশেষ এসিতে রয়েছে রিমোট কন্ট্রোলের সুবিধা। পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন ১ বছরের ওয়ারেন্টি। 

 ডুয়াল ফাংশন: গ্রীষ্মে এসি, শীতে রুম হিটার
এই মিনি এসির আরেকটি বড় সুবিধা হলো এটি দুই মরশুমেই ব্যবহার করা যাবে । গরমে এটি যেমন ঘর ঠান্ডা রাখবে, তেমনি শীতে তাপমাত্রা বাড়িয়ে এটি রুম হিটার হিসেবেও কাজ করবে। এই ফিচারটি এটিকে আরও ব্যতিক্রমী করে তুলেছে।

মধ্যবিত্তের নাগালের মধ্যে এসি
যেখানে একটি সাধারণ কুলার কিনতেও ৪-৫ হাজার টাকা লাগে, সেখানে এই মিনি এসি মাত্র ৩ হাজার টাকায় আপনার ঘর ঠান্ডা  করতে সক্ষম। এতে বাড়তি কোনও ইনস্টলেশন খরচ নেই। 

গ্রীষ্মে, যদি আপনি কম খরচে এসির মতো ঠান্ডা বাতাস উপভোগ করতে চান, এই ব্যতিক্রমী মিনি এয়ার কন্ডিশনার হতে পারে আপনার সেরা পছন্দ। কম দামে, কম জায়গায় এবং কম খরচে ঠান্ডা থাকার জন্য এটি একেবারে পারফেক্ট।

air conditioner machine