Advertisment

ভুল মেল পাঠিয়েছেন, চিন্তা নেই! মেল ফেরানোও আপনারই হাতে

জিমেল থেকে ইমেল পাঠানোর ৩০ সেকেন্ডের মধ্যে ফেরত নিয়ে নিতে পারবেন আপনি।

author-image
IE Bangla Web Desk
New Update
gmail-redesign-2018-new-features

এডিট করার সময় পাবেন

যাহ, বসকে পাঠানো মেলে ভুল হয়ে গেল রে। বসকে যে সম্বোধনই যে করা হল না। এবারের ইনক্রিমেন্ট আর হলনা। এই এই যাহ বানান টা ভুল হয়ে গেল । 'to be posted' যে 'to be boosted' হত যে । নির্ঘাত আমাকে অশিক্ষিত ভাবছে। এসবের এখন ইতি। এবার মেল পাঠানোর পরও তা ফিরিয়ে নিতে পারবেন আপনি।

Advertisment

জিমেল থেকে ইমেল পাঠানোর ৩০ সেকেন্ডের মধ্যে ফেরত নিয়ে নিতে পারবেন আপনি। তবে ভুল ধরার জন্য সময় কিন্তু খুব কম। সম্প্রতি আপডেট নিয়েছে জিমেল-এর ওয়েব ভার্সন ও অ্যান্ড্রয়েড অ্যাপ। নতুন আপডেটে এসেছে 'আনডু' অপশন। এই ফিচারটির মাধ্যমে পাঠিয়ে দেওয়া মেল 'সেন্ড' করার ৩০ সেকেন্ডের মধ্যে ক্যানসেল করা যাবে। যাঁরা জিমেল-এর ওয়েব ভার্সন ব্যবহার করছেন, তাঁরা ইতিমধ্যেই পাবেন এই সুবিধা। জানা গিয়েছে, জিমেল-এর ৮.৭ সংস্করণে এই ফিচারটি থাকবে।

Advertisment