যাহ, বসকে পাঠানো মেলে ভুল হয়ে গেল রে। বসকে যে সম্বোধনই যে করা হল না। এবারের ইনক্রিমেন্ট আর হলনা। এই এই যাহ বানান টা ভুল হয়ে গেল । ‘to be posted’ যে ‘to be boosted’ হত যে । নির্ঘাত আমাকে অশিক্ষিত ভাবছে। এসবের এখন ইতি। এবার মেল পাঠানোর পরও তা ফিরিয়ে নিতে পারবেন আপনি।
The new Gmail update: undo send option 🙂 pic.twitter.com/oqlcz0Lb5Y
— Sama Basil (@SamaB90) November 12, 2016
জিমেল থেকে ইমেল পাঠানোর ৩০ সেকেন্ডের মধ্যে ফেরত নিয়ে নিতে পারবেন আপনি। তবে ভুল ধরার জন্য সময় কিন্তু খুব কম। সম্প্রতি আপডেট নিয়েছে জিমেল-এর ওয়েব ভার্সন ও অ্যান্ড্রয়েড অ্যাপ। নতুন আপডেটে এসেছে ‘আনডু’ অপশন। এই ফিচারটির মাধ্যমে পাঠিয়ে দেওয়া মেল ‘সেন্ড’ করার ৩০ সেকেন্ডের মধ্যে ক্যানসেল করা যাবে। যাঁরা জিমেল-এর ওয়েব ভার্সন ব্যবহার করছেন, তাঁরা ইতিমধ্যেই পাবেন এই সুবিধা। জানা গিয়েছে, জিমেল-এর ৮.৭ সংস্করণে এই ফিচারটি থাকবে।