New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/11/fMnPkHUAO4pGJzqhwbHq.jpg)
বিরাট সংকটের মুখে ইলন মাস্ক, X-এ ভয়ঙ্কর সাইবার হামলা, নেপথ্যে কোন গোষ্ঠী?
বিরাট সংকটের মুখে ইলন মাস্ক, X-এ ভয়ঙ্কর সাইবার হামলা, নেপথ্যে কোন গোষ্ঠী?
X Server Down: বিরাট সংকটের মুখে ইলন মাস্ক। এবার ভয়ঙ্কর সাইবার হামলার মুখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। কারা ঘটালো এই অসাধ্য কাজ? সামনে এল হাড়হিম তথ্য। জানা গিয়েছে হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম এক্স-এর উপর সাইবার হামলার দায় স্বীকার করেছে।
গত বছরের ফেব্রুয়ারিতে, এই গ্রুপটিই অন্যান্য হ্যাকার গ্রুপের সাথে মিলে আমেরিকার দুটি প্রধান বিমানবন্দর, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের সার্ভার হ্যাক করে এবার তাদের নিশানায় এক্স।
সোমবার (১০ মার্চ) ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) এর সার্ভার বেশ কয়েকবার ডাউন হয়ে যায়। এরপর তড়িঘড়ি বিবৃতি দেন ইলন মাস্ক। তিনি জানান, ভয়ঙ্কর সাইবার হামলার মুখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। কুখ্যাত প্যালেস্তাইন হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম টেলিগ্রামে সাইবার হামলার দায় স্বীকার করেছে।
মাস্ক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, 'এক্স-এর উপর ভয়ঙ্কর সাইবার হামলা হয়েছে। X-এর উপর প্রতিদিন সাইবার আক্রমণ চালানো হচ্ছে, কিন্তু এবার X-কে বৃহৎ পরিসরে টার্গেট করা হয়েছে। এটা ভয়ঙ্কর সাইবার অপরাধী গোষ্ঠীর কাজ, এর সঙ্গে কোন দেশ জড়িত? তা যাচাই করা হচ্ছে'।
There was (still is) a massive cyberattack against 𝕏.
— Elon Musk (@elonmusk) March 10, 2025
We get attacked every day, but this was done with a lot of resources. Either a large, coordinated group and/or a country is involved.
Tracing … https://t.co/aZSO1a92no
ইলন মাস্কের প্রতিক্রিয়ার পর, কুখ্যাত প্যালেস্তাইনি হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম টেলিগ্রামে এক্সের উপর সাইবার হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, এক্স-এর সার্ভারটি ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস (ডিডিওএস) -এর মাধ্যমে ডাউন করা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে, এই গ্রুপটি অন্যান্য হ্যাকার গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে DDoS-হামলা চালিয়ে আমেরিকার দুটি প্রধান বিমানবন্দর, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের সার্ভার ডাউন করে। এছাড়াও, ২০২৪ সালের অক্টোবর মাসে, এই হ্যাকার গ্রুপটি DDos -এর মাধ্যমে করে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের সার্ভারও কয়েক মিনিটের জন্য ডাউন করে দেয়।
ভারতে, প্রথমবারের জন্য গতকাল বিকাল ৩টে নাগাদ প্রথমবারের মতো X-এর সার্ভার ডাউন হয়। দ্বিতীয়বার সন্ধ্যা ৭.২০ মিনিটে ফের এক্স-এর সার্ভার ডাউন হয়। ভারত থেকে প্রায় দু হাজার অভিযোগ করা হয়েছে, আমেরিকা থেকে ১৮ হাজার ব্যবহারকারী এবং ব্রিটেন থেকে প্রায় ১০ হাজার ব্যবহারকারী সার্ভার ডাউনের অভিযোগ করেছেন।