Advertisment

X Down: বিশ্বব্যাপী বিভ্রাট! বন্ধ X-র পরিষেবা। সমস্যার মুখে হাজার হাজার ইউজার

X Twitter Down: বিভ্রাটের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম X-র পরিষেবা

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
X outage

বিশ্বব্যাপী বিভ্রাট! বন্ধ X-র পরিষেবা। সমস্যার মুখে হাজার হাজার ইউজার

বিভ্রাটের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম X-র পরিষেবা। এনিয়ে একাধিক ইউজার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানিয়েছেন। 

Advertisment

সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের পরিষেবা নিয়ে অনেক ইন্টারনেট ব্যবহারকারী অভিযোগ করেছেন। বিশ্বব্যাপী বিভ্রাটের মুখে X-এর পরিষেবা। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি সংস্থা।

এটাই প্রথমবার নয় যে X-এর পরিষেবা বন্ধ হয়েছে৷ এর আগেও বহুবার X-এর পরিষেবা বিভ্রাটের জেরে সমস্যার মুখে পড়তে হয়েছে ইউজারদের। 

সকাল ৯টার পর থেকে অনেকেই পরিষেবা বিভ্রাট নিয়ে রিপোর্ট করা শুরু করেন। ব্যবহারকারীরা বলছেন যে তারা তাদের অ্যাকাউন্টে পোস্ট দেখতে পাচ্ছেন না। ভারত সহ সারা বিশ্ব জুড়ে সমস্যায় পড়েছেন হাজার হাজার এক্স ইউজার।  

মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারত সহ অনেক দেশেই সকাল ৯ টা থেকে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X-এ পোস্টগুলি দেখতে এবং স্ক্রোল করতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে ইউজারদের।  যাইহোক এই মুহূর্তে সমস্যার সমাধান হয়েছে বিশ্বের নানান প্রান্ত থেকে জানিয়েছেন ইজরাররা।  

আরও পড়ুন - [ Bsnl recharge plan: পাঁচ মাসের দীর্ঘ বৈধতা, jio-Airtel-কে চ্যালেঞ্জ ছুঁড়ে ধামাকা অফার BSNL-র

ডাউন ডিটেক্টরের ওয়েবসাইট অনুসারে, দিল্লি, কলকাতা, নাগপুর, কটক, মুম্বই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের বেশিরভাগ ব্যবহারকারী বিভ্রাটের সমস্যার কথা জানিয়েছেন। এই বিভ্রাট সমস্যা সকাল ৮টা বেজে ২৪ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত স্থায়ী হয়। রিপোর্ট অনুযায়ী, ৭০% ব্যবহারকারী অ্যাপটি নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে। একই সময়ে, ২৭% ইউজারের ওয়েব অ্যাক্সেস করতে সমস্যায় পড়তে হয়। ৩% ব্যবহারকারী সার্ভার কানেকশনে সমস্যার অভিযোগ করেছেন। 

Elon Musk twitter
Advertisment