scorecardresearch

বড় খবর

Xiaomi 11T Pro 5G লঞ্চ, বাজারে আসছে নয়া মডেল, জেনে নিন দিনক্ষণ

ফটোগ্রাফির জন্য, এতে LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

Xiaomi 11T Pro 5G লঞ্চ, বাজারে আসছে নয়া মডেল, জেনে নিন দিনক্ষণ
ভারতে আসছে Xiaomi 11T Pro 5G

108MP ক্যামেরা এবং 120W চার্জিং সহ ভারতে আসছে Xiaomi 11T Pro 5G আগামী ১৯ জানুয়ারি লঞ্চ হতে চলেছে এই ফোন। এই মডেল ঘিরে জল্পনা এখন তুঙ্গে। এই ফোনের প্রারম্ভিক দাম প্রায় ৫৪ হাজার টাকা। এই ফোনে থাকতে পারে 120W ফাস্ট চার্জিং এবং 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লের সঙ্গে 108MP এর প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি ভারতে তিনটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করতে পারে 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB।

Xiaomi 11T PRO 5G ফিচার এবং স্পেসিফিকেশন

এই ফোনে থাকতে পারে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে।

এই আপকামিং ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চের সম্ভবনা রয়েছে।

ফটোগ্রাফির জন্য, এতে LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি টেলিফটো সেন্সর রয়েছে।

সেলফির জন্য ফোনটিতে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। প্রসেসরের কথা বললে, এই ফোনটি Qualcomm Snapdragon 888 চিপসেটে কাজ করে। ফোনে পাওয়ার জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি 120W হাইপারচার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে এই ফোন লঞ্চ হতে পারে বলে সুত্র মারফত খবর। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য, আপনি এতে হারমন কার্ডনের টিউন করা ডুয়াল স্টেরিও স্পিকার পাওয়া যাবে।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Xiaomi 11t pro 5g india launch hasbeen officially set for jan