Xiaomi 11T Pro: ভারতের বাজারে 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এল Xiaomi

108MP ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং এবং 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ছাড়াও ফোনটিতে অনেক দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে।

108MP ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং এবং 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ছাড়াও ফোনটিতে অনেক দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

ভারতের বাজারে 5G ফ্ল্যাগশিপ স্মার্ট ফোন নিয়ে এল Xiaomi

Xiaomi ভারতে নিয়ে এল সংস্থার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Xiaomi 11T Pro, গত বছর ইউরোপে এই 5G ফোন লঞ্চ করেছিল। রিপোর্ট অনুসারে, ফোনের ভারতীয় ভ্যারিয়্যান্টটি গ্লোবাল ভ্যারিয়্যান্টের মতো একই ফিচার এবং স্পেসিফিকেশন সহ আসবে। কোম্পানির 108MP ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং এবং 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ছাড়াও ফোনটিতে অনেক দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে।

Advertisment

নয়া মডেলের এই ফোনে, রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.67-ইঞ্চি Full HD + AdaptiveSync AMOLED ফ্ল্যাট ডিসপ্লে। ডিসপ্লেটি 1000 নিট পিক ব্রাইটনেস, HDR10 + রেটিং এবং ডলবি ভিশন সাপোর্ট সহ আসে। কোম্পানির এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত UFS3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

প্রসেসর হিসাবে, আপনি এই ফোনে Qualcomm Snapdragon 888 5G দেখতে পাবেন। অপ্টিক্সের দিক থেকে এই ফোনে রয়েছে LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 5-মেগাপিক্সেল টেলিম্যাক্রো রয়েছে। সেলফির জন্য কোম্পানি এই ফোনে একটি 20-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করছে। ফোনে পাওয়ারের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। OS সম্পর্কে কথা বললে, Xiaomi 11T Pro 5G MIUI 12.5 এর সঙ্গে Android 11-এর আউট-অফ-দ্য-বক্সের উপর ভিত্তি করে আসতে পারে।

Xiaomi 11T Pro 5G