ভারতে Xiaomi তাদের নতুন দুটি ফোন নিয়ে আসতে চলেছে। Xiaomi 12 এবং Xiaomi 12 Pro, আগামি এপ্রিলেই লঞ্চ হতে চলেছে নয়া এই স্মার্ট ফোন। গত বছর ডিসেম্বরের শেষের দিকে চিনে এই স্মার্টফোন দুটি আনা হয়েছিল। Xiaomi এই দুটি ফ্ল্যাগশিপ ফোনই প্রথমে বিশ্ব বাজারে আনার পরিকল্পনা করছে বলে জানা গেছে। টিপস্টার মুকুল শর্মার মতে, Xiaomi 12 এবং Xiaomi 12 Pro 2022 সালের মার্চ মাসে বিশ্ব বাজারে চালু হতে পারে।
তার দেওয়া তথ্যেই বলা হয়েছে আগামি এপ্রিলেই ভারতে পা রাখতে পারে নয়া এই ফোন। Xiaomi 12 স্মার্টফোনগুলি দেশে প্রথম Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ নিয়ে আসতে পারে। ভারতে অন্য কোনো স্মার্টফোন কোম্পানি এই প্রসেসর আনার কথা এখনো ঘোষণা করেনি। Xiaomi 12 pro এই দুটি নতুন স্মার্টফোনের মধ্যে বেশি ভালো এবং আকর্ষনীয়। ফোনটিতে রয়েছে 6.73-inch QHD+(1,440x3,200 pixels) LTPO AMOLED ডিসপ্লে, সঙ্গে রয়েছে 1,500 nits of peak ব্রাইটনেস এবং একটি 120Hz ডায়নামিক রিফ্রেস রেট। ফোনটিতে 480Hz টাচ স্যাম্পলিং এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস রয়েছে।
ফোনটিতে Snapdragon 8 Gen 1 chip এর সঙ্গে 12 GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে। স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX707 সেন্সর সঙ্গে OIS, 50 মেগাপিক্সেল পোট্রেট সেন্সর এবং একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর থাকবে। মোবাইলটির সামনে 32 মেগাপিক্সেল সেন্সর থাকবে।