Advertisment

নজরকাড়া ডিজাইন, ঝকঝকে ছবি! আগামীকালই লঞ্চ Xiaomi 12S সিরিজের

নজরকাড়া ডিজাইনের সঙ্গে ঝকঝকে ছবি, মোট তিনটি ফোন সামনে আনছে সংস্থা!

author-image
IE Bangla Tech Desk
New Update
Xiaomi 12S Ultra specifications, Xiaomi 12S Ultra camera, Xiaomi 12S Ultra price, Xiaomi 12S Ultra India launch, Xiaomi 12S Ultra launch in India, Xiaomi 12S Ultra launch date, Xiaomi 12S specifications, Xiaomi 12S launch date

Xiaomi 12S সিরিজে

অপেক্ষার অবসান! আগামীকালই লঞ্চ হতে চলেছে Xiaomi 12S সিরিজের। লঞ্চ উপলক্ষে তিনটি ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন সামনে আনবে সংস্থা। তার মধ্যে রয়েছে  Xiaomi 12S, Xiaomi 12S Pro এবং Xiaomi 12S Ultra। Xiaomi 12S সিরিজের লঞ্চ ঘিরে প্রত্যাশা তুঙ্গে। Xiaomi 12S সিরিজে থাকছে Leica-tuned ক্যামেরা।

Advertisment

Xiaomi 12S স্পেসিফিকেশন

এই মডেলে থাকছে 120Hz রিফ্রেশ রেট সহ 6.28-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে। নতুন Snapdragon 8+ Gen 1 SoC প্রসেসর থাকছে নতুন এই ফোনে। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে গরিলা গ্লাস ভিক্টাস। তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে সামনে আনা হবে নয়া এই ফোন। 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB। ক্যামেরার দিক থেকে এই ফোনে থাকছে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ। যাতে রয়েছে একটি 50MP Sony IMX707 1/1.28-ইঞ্চি সেন্সর, সঙ্গে রয়েছে 13MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 5MP টেলি-ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য রয়েছে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি Android 12 বেসড MIUI 13 তে রান করবে।

Xiaomi 12S Pro স্পেসিফিকেশন

Xiaomi 12S Pro পিছনে Leica-টিউনড ট্রিপল-ক্যামেরা থাকবে। পিছনে তিনটি 50MP সেন্সর থাকবে। প্রাইমারি ক্যামেরায় একটি 50MP Sony IMX707 সেন্সর থাকবে। এটি ছাড়াও, Xiaomi 12S Pro তে 2x জুম সহ একটি 50MP আল্ট্রাওয়াইড এবং একটি 50MP টেলিফটো ক্যামেরা থাকবে। অন্য দুটি ক্যামেরার সেন্সরের বিবরণ এই মুহূর্তে সংস্থা সামনে আনেনি। এতে একটি 32MP ফ্রন্ট ক্যামেরাও থাকবে। একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেল 1 এসওসি থাকবে এই ফোনে। তবে MediaTek Dimensity 9000 SoC প্রসেসর সহ Xiaomi 12S Pro লঞ্চের একটি গুজিব সামনে এসেছে। সামনে, 120Hz রিফ্রেশ রেট  সহ একটি 6.73-ইঞ্চি QHD+ AMOLED ডিসপ্লে থাকবে। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশ্ন এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করব নয়া এই ফোন।

Xiaomi 12S Ultra স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য

Xiaomi 12S সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন, Xiaomi 12S Ultra-এ একটি কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে। এটি একটি 50MP Sony IMX989 1-ইঞ্চি প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। Xiaomi 12S আল্ট্রা ক্যামেরা সেটআপে একটি 48MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 5x অপটিক্যাল জুম সহ একটি 48MP টেলিফোটো ক্যামেরা এবং 10x অপটিক্যাল জুম সহ আরেকটি 48MP ক্যামেরা রয়েছে বলে গুজব রয়েছে।

সেলফির জন্য, 12S আল্ট্রা হোল-পাঞ্চ কাটআউটের ভিতরে একটি 20MP ফ্রন্ট ক্যামেরা ফিচার করতে পারে। ডিভাইসটিতে একটি QHD+ রেজোলিউশন সহ একটি 6.73-ইঞ্চি LTPO 2.0 AMOLED ডিসপ্লে থাকবে। যার রিফ্রেশ রেট 120Hz ।  Xiaomi 12S Ultra একটি Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC সহ আসবে। এটি 12GB পর্যন্ত RAM এবং 256GB বা 512GB ইন্টারন্যাল্ল স্টোরেজ সহ লঞ্চ হবে।  Xiaomi 12S Ultra 120W ওয়্যারড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের জন্য সাপোর্ট সহ একটি 4800 mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

Xiaomi 12S সিরিজের তিনটি ফোনই Harmon-Kardon-tuned ডুয়াল স্পিকার সহ আসবে। জল এবং ধুলো প্রতিরোধের জন্য বিশেষ ধরণের আইপি রেটিং সহ এই সিরিজের ফোনগুলি লঞ্চ করা বলেই জানা গিয়েছে।

xiaomi mobile
Advertisment