Xiaomi 14 CIVI: দুটি ফ্রন্ট ক্যামেরা সহ শাওমি বাজারে লঞ্চ করল ব্র্যাণ্ডের দুর্দান্ত স্মার্টফোন। এর সঙ্গে বিনামূল্যে পান রেডমি ওয়াচ। অবিশ্বাস্য অফারে বাজারে ঝড় তুলল Xiaomi
Xiaomi ১২ জুন তার ভারতীয় গ্রাহকদের জন্য Xiaomi 14 CIVI লঞ্চ করেছে। তিনটি আকর্ষণীয় কালার অপশনে এই ফোনটি নিয়ে এসেছে কোম্পানি। দুটি সেলফি ক্যামেরা সহ এই ফোনটি বাজারে এনেছে Xiaomi আপনি যদি একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করেন তবে আপনি এই ফোনটি কেনার কথা চিন্তা করতে পারেন।
আপনি যদি একটি নতুন ফোন কেনার পরিকল্পনাও করে থাকেন, তাহলে আপনি Xiaomi-এর এই নতুন লঞ্চ হওয়া ফোনে উপলব্ধ দুর্দান্ত ডিলগুলি দেখতে পারেন।
কোম্পানি এই ফোনটি প্রি-বুক করার সুযোগ দিচ্ছে। আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট https://www.mi.com/ থেকে ফোনটি বুক করতে পারেন। ফোনের প্রি-বুকিং করলে আপনি Redmi ওয়াচ বিনামূল্যে পেতে পারেন। ২০ জুন থেকে ফোনটির শিপিং শুরু হবে।
আরও পড়ুন : < AC ice formation causes: এসির ইউনিটে বরফ জমছে? বিপদ এড়াতে অবিলম্বে সাবধান হোন! >
Xiaomi 14 CIVI এর দাম কত?
Xiaomi 14 CIVI এর দামের কথা বললে কোম্পানি এই ফোন দুটি ভেরিয়েন্টে এনেছে। ফোনটির প্রারম্ভিক মূল্য 42,999 টাকা।
Xiaomi 14 CIVI-এর 8GB + 256GB ভেরিয়েন্ট 42,999 টাকায় লঞ্চ করা হয়েছে।
Xiaomi 14 CIVI-এর 12GB+512GB ভেরিয়েন্ট 47,999 টাকায় লঞ্চ করা হয়েছে।
তবে ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ 3000 টাকা কম দামে ফোনটি কিনতে পারবেন ক্রেতারা।
ডিসপ্লে- Xiaomi ফোনে 1.5K 6.55 ইঞ্চি AMOLED স্ক্রিন, 1-120Hz রিফ্রেশ রেট এবং 3000 nits সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে।
RAM এবং স্টোরেজ- Xiaomi-এর এই ফোনে LPDDR5X 8533Mbps RAM + UFS 4.0 স্টোরেজ রয়েছে। ফোন দুটি ভেরিয়েন্ট 8GB + 256GB | 12GB + 512GB তে আনা হয়েছে।
ক্যামেরা- Xiaomi এর নতুন ফোনে 50MP লাইট ফিউশন 800 ইমেজ সেন্সর রয়েছে। ফোনটি একটি 50MP Leica 50mm টেলিফটো ক্যামেরা, 12MP Leica আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দিয়ে সজ্জিত।
Xiaomi এর এই ফোনে দুটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে 32MP প্রাইমারি সেলফি ক্যামেরা এবং 32MP আল্ট্রাওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি এবং চার্জিং- কোম্পানি Xiaomi 14 CIVI স্মার্টফোন নিয়ে এসেছে 4700mAh ব্যাটারির সঙ্গে। ফোনটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে।
উন্নত সাউন্ড অভিজ্ঞতার জন্য Dolby Atmos সাপোর্ট রয়েছে মোবাইলে। এটির সবথেকে বড় চমক হল ক্যামেরা। ফোনে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, ব্যাকে রয়েছে 50 মেগাপিক্সেল Leica ক্যামেরা। এটি প্রাইমারি সেন্সর, সঙ্গে মিলবে টেলিফটো ক্যামেরা এবং আলট্রা ওয়াইড লেন্স।
স্মার্টফোনে প্রসেসর রয়েছে Qualcomm Snapdragon 8S Gen 3 চিপসেট, যা সর্বোচ্চ 12 জিবি ব়্যাম এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে।