ভারতে লঞ্চ হল Xiaomi-এর সবচেয়ে দামি স্মার্টফোন। Xiaomi 14 Ultra ফিচার আপনার হুঁশ উড়িয়ে দেবে!
Xiaomi 14 Ultra এর 16GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য 99,999 টাকা। আগ্রহী গ্রাহকরা ১১ মার্চ থেকে ডিভাইসটি 'রিজার্ভ' করতে পারবেন। Xiaomi 14 Ultra ভারতে কোম্পানির সবচেয়ে দামি স্মার্টফোন। নয়া এই স্মার্টফোনটি 16GB RAM এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ 99,999 টাকায় লঞ্চ করা হয়েছে।
চিনা কোম্পানির এই প্রিমিয়াম ফোনটি কয়েক মাস আগে চালু করলেও দেশের বাজারে লঞ্চ হয়েছে Xiaomi-এর সবচেয়ে দামি স্মার্টফোন Xiaomi 14 Ultra ভারতে প্রথমবারের মতো Xiaomi আল্ট্রা ভেরিয়েন্ট চালু করেছে। মজার বিষয় হল, Xiaomi 14 Ultra বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) 2024-এ আসার কয়েকদিন পরেই ভারতে লঞ্চ হয়েছে। Xiaomi 14-এর মতো এই ডিভাইসেও রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর।
Xiaomi 14 Ultra ভারতে কোম্পানির সবচেয়ে দামি স্মার্টফোন বললেও ভুল হবে না। এটি 16GB RAM এবং 512GB স্টোরেজ সহ 99,999 টাকায় লঞ্চ করা হয়েছে। ফোনটি কালো এবং সাদা রঙের বিকল্পে কিনতে পারবেন ক্রেতারা। ৩ মাসের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকছে একেবারে ফ্রি।
Xiaomi 14 Ultra কেনা যাবে Xiaomi-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Xiaomi আউটলেট থেকে। Xiaomi 14 Ultra-এ একটি 6.73-ইঞ্চি LTPO AMOLED মাইক্রো-কার্ভড ডিসপ্লে রয়েছে। নয়া এই স্মার্টফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ 3,200 x 1,440 পিক্সেলের রেজোলিউশন। এর সর্বোচ্চ উজ্জ্বলতা 3,000 নিট। ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর ইনস্টল করা হয়েছে, যার সঙ্গে রয়েছে 16GB LPDDR5X RAM এবং 1TB ইনবিল্ট স্টোরেজ। এটি Android 14 OS রান করবে।
Xiaomi 14 Ultra-মডেলে রয়েছে একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর হল 50-মেগাপিক্সেল, Sony LYT900 সেন্সর এবং এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 3.2x অপটিক্যাল জুম এবং 5x অপটিক্যাল জুম অফার করে। এছাড়াও ফোনটিতে 50 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা রয়েছে। চতুর্থ ক্যামেরাতে রয়েছে 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
Xiaomi 14 Ultra মডেলে রয়েছে একটি শক্তিশালী 5,300mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 120W ওয়্যারড চার্জিং এবং 80W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এই ডিভাইসে অনেক কানেক্টিভিটি অপশনও দেওয়া আছে। সিকিউরিটির জন্য এই ফোনে রয়েছে এছাড়াও একটি আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ।