Advertisment

Xiaomi 14, Xiaomi 14 Ultra Sale Starts on Today: মিলবে নো-কস্ট-ইএমআই-অপশন! আজ থেকে শুরু xiaomi 14-এর বিক্রি, রয়েছে বিরাট ছাড়

ICICI ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা পাবেন ১০শতাংশ তাত্ক্ষণিক ছাড়। HDFC কার্ডের গ্রাহকরাও এই অফারের সুবিধা নিতে পারবেন। এছাড়াও, এক্সচেঞ্জের অধীনে নির্বাচিত ডিভাইসগুলিতে মিলবে ৫ হাজার টাকার অতিরিক্ত ছাড়। এছাড়াও স্মার্টফোনের প্রথম বিক্রি উপলক্ষ্যে কোম্পানি দিচ্ছে ২৪ মাসের জন্য নো-কস্ট-ইএমআই-অপশনও।

author-image
IE Bangla Tech Desk
New Update
Xiaomi 14,Xiaomi 14 Price,Xiaomi 14 Price in India,Xiaomi 14 Sale in India,Xiaomi 14 Ultra,Xiaomi 14 Ultra Price,Xiaomi 14 Ultra Price in India"

মিলবে নো-কস্ট-ইএমআই-অপশন! আজ থেকে শুরু xiaomi 14-এর বিক্রি, রয়েছে বিরাট ছাড়

ভারতে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে Xiaomi 14। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি LTPO AMOLED ডিসপ্লে। Xiaomi 14 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৪৬১০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ৯০ ওয়াটের HyperCharge ওয়্যারড চার্জিং সাপোর্ট।

Advertisment

এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। ক্লাসিক হোয়াইট, জেড গ্রিন এবং ম্যাট ব্ল্যাক- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে শাওমি ১৪ ফোন। অ্যামাজন, ফ্লিপকার্ট, Mi.com, Mi Home stores এবং শাওমির রিটেল পার্টনার থেকে কেনা যাবে এই ফোন। ১১ মার্চ থেকে শুরু হবে বিক্রি।

অ্যামাজনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লাইভ সেল! আজ থেকে ক্রেতারা কিনতে পারবেন তাদের পছন্দের Xiaomi 14 স্মার্টফোন। এদিকে লঞ্চ অফার উপলক্ষ্যে এই স্মার্টফোন কেনার ক্ষেত্রে ICICI ব্যাঙ্ক দিচ্ছে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড়ের সুযোগ। ব্যাঙ্ক অফারের পর ফোনটি কেনা যাবে মাত্র ৫৯,৯৯৯ টাকায়।

গ্রাহকরা এই ফোনটি তিনটি দুর্দান্ত রঙের বিকল্পে কিনতে পারবেন - জেড গ্রিন, ম্যাট ব্ল্যাক এবং ক্লাসিক হোয়াইট। এই ফোনটি Snapdragon 8 Gen 3 দ্বারা চালিত, এবং এই স্মার্টফোনে ১৬ পর্যন্ত RAM রয়েছে। পাশাপাশি Xiaomi 14 ফোনে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট। সঙ্গে রয়েছে ৬.৩৫ ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন। অ্যান্ড্রয়েড ১৪ এবং HyperOS ইন্টারফেসের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। স্ক্রিনে রয়েছে HDR10+ সাপোর্ট। এছাড়াও রয়েছে Corning Gorilla Glass Victus প্রোটেকশন।

এই ফোনের ব্যাক প্যানেলে একটি থ্রিডি কার্ভড গ্লাস। এই ফোনের ডিসপ্লের উপরে হোল পাঞ্চ কাট আউট রয়েছে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করা রয়েছে। নয়া এই ফোনে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। যাতে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সঙ্গে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। শাওমির এই ফোনে ৪৬১০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৯০ ওয়াটের ওয়্যারড চার্জিং এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ফিচার।

xiaomi
Advertisment