Xiaomi Air Conditioner: গরমে শীতল করার পাশাপাশি শীতে গরম করবে আপনার ঘর। বাজারে আসল Xiaomi নতুন এয়ার কন্ডিশনার।
Xiaomi Mijia Air Conditioner 3HP হল কোম্পানির এয়ার কন্ডিশনার লাইনআপের সর্বশেষ মডেল। এর বিশেষত্ব হল বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি এটি ঘর শীতল এবং শীতকালে ঘর গরম করতে পারে এই নয়া এসি। এই এয়ার কন্ডিশানারে রয়েছে একাধিক স্মার্ট ফিচার। সহজে মোবাইল অ্যাপের মাধ্যমেও এয়ার কন্ডিশনার নিয়ন্ত্রণ করা যাবে। মাত্র ৪০ সেকেন্ডের ঘর মধ্যে দ্রুত শীতল এবং ৮০ সেকেন্ডে ঘরকে দ্রুত গরম করার ক্ষমতা রয়েছে এই এসির।
আরও পড়ুন : < IRCTC: IRCTC টিকিট বুকিং নিয়ে বিরাট আপডেট, পুজোর আগেই যাত্রীদের সাবধান করল রেল >
-৩৫°C থেকে ৬০°C পর্যন্ত তাপমাত্রায় অনায়াসেই কাজ করতে পারে এই এসি। ইনডোর ইউনিটে একটি স্মার্ট লাইট সেন্সিং ফাংশনও রয়েছে। পাশাপাশি রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফাংশন। Mijia এয়ার কন্ডিশনার Xiao AI ভয়েস কন্ট্রোল সাপোর্ট করে। তাই আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে পারেন। আপাতত এই এসিটি চিনের বাজারে লঞ্চ করেছে সংস্থা। এর দাম ভারতীয় মুদ্রায় ৪৯,৫০০টাকা।