/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/xiaomi.jpg)
নয়া প্রসেসরে বাজার মাত করতে আসছে শাওমির
ফোন তো নয়, লম্বা রেসের ঘোড়া। ঠিক তাই। বাজারের অন্য সব ফোনেদের পিছনে ফেলে দিতেই শাওমির নয়া অস্ত্র তাদের নয়া 'প্রসেসর'। Qualcomm এর এই প্রসেসর ফোনে থাকলেই ফোনের গতিতে আসবে নয়া মাত্রা, বলে দাবি সংস্থার। আগামীতে আসা শাওমির নতুন ফোনে থাকবে Snapdragon 730 কিংবা Snapdragon 730G প্রসেসর। শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট এবং ডিরেক্টর মনু কুমার জৈন নিজে টুইট করে জানান এই খবরটি।
Great meeting Rajen @rajen_vagadia & Kedar from #Qualcomm.@Xiaomi & @Qualcomm have always worked together to bring the latest & the best!
Breaking news: A new #Xiaomi phone with latest #Snapdragon 7_ _ (announced just 2 weeks ago) is coming to India very soon!
Any guesses? ???? pic.twitter.com/TnrnTOr4PI
— Manu Kumar Jain (@manukumarjain) April 26, 2019
এ বছর এপ্রিলে Qualcomm সংস্থা Snapdragon 665, Snapdragon 730 এবং Snapdragon 730G নামে তিনটি নয়া প্রসেসর লঞ্চ করে। জৈনের করা টুইটের দিকে তাকিয়ে টেক মহল মনে করছে, শাওমির নতুন ফোনেই মিলতে পারে এই নয়া প্রসেসর।
যদিও টুইটে মনু কুমার কোনও মডেলের নাম উল্লেখ করেন নি, ধরে নেওয়া হচ্ছে Mi A3 তে মিলতে পারে এই নয়া প্রযুক্তি। এই মুহূর্তে মোবাইলের বাজারে একমাত্র Samsung Galaxy A80-তে রয়েছে এই প্রসেসর। যদিও ভারতের বাজারে এসে পৌঁছয়নি স্যামসংএর এই নবতম মডেল। টেক মহলের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শাওমির নতুন মডেলে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ 32MP সেলফি ক্যামেরা। সঙ্গে থাকবে নয়া কিছু চমক।
প্রসঙ্গত, কিছুদিন আগেই শাওমি তাদের Redmi 7 এবং Redmi Y3 লঞ্চ করেছে। এর মধ্যে Redmi Y3তে রয়েছে 32MP-র সেলফি ক্যামেরা। নয়া প্রসেসরে কি দৌড়বে প্রযুক্তির বাহনেরা? সেদিকেই তাকিয়ে টেক দুনিয়া।
Read the full story in English