Advertisment

২০০ এমপি ক্যামেরা, স্লিম ডিজাইন, পুজোতে সেরা চমক নিয়ে হাজির Xiaomi

তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে এই ফোন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Xiaomi 12T, xiaomi 12t pro, xiaomi 12t price, xiaomi 12t pro price in india, xiaomi 12t pro 5g, xiaomi 12t price in india, xiaomi 12t pro price, xiaomi 12t 5g, xiaomi 12t launch date

বড় অফার নিয়ে হাজির শাওমি।

বড় অফার নিয়ে হাজির শাওমি। Xiaomi 12T সিরিজ আগামী ৪ অক্টোবর বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে। 200-মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে লঞ্চ করা হবে এই ফোন। Xiaomi 12T সিরিজে সম্ভবত দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে- Xiaomi 12T এবং Xiaomi 12T Pro। প্রো মডেলে কিছু উন্নততর ক্যামেরা প্রযুক্তির সঙ্গে সম্ভবত লঞ্চ করা হতে পারে।  এই মডেলে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।  যার মধ্যে থাকবে Samsung HP1 200MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 2MP ম্যাক্রো লেন্স। Xiaomi 12T মডেলে থাকবে 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

Advertisment

Xiaomi 12T Pro স্পেসিফিকেশন

Xiaomi 12T Pro মডেলে থাকবে Qualcomm-এর সর্বশেষ Snapdragon 8+ Gen 1 SoC এবং 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে।  1,220 x 2,712 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করে। অন্যদিকে Xiaomi 12T মডেলে থাকবে একটি 6.7-ইঞ্চি OLED ডিসপ্লে যা্র  রিফ্রেশ রেট 120HZ এবং রয়েছে HDR10+ সাপোর্ট। এটি MediaTek Dimensity 8100 SoC দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: < ঝকঝকে ক্যামেরা, সেরা ডিজাইন, নাম মাত্র দাম, এবার পুজোতেই আসছে Oppo A17 সিরিজ!>

XIAOMI 12T দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে সামনে আসবে - 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB। প্রো ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। এগুলি তিনটি রঙে দেওয়া হবে বলে জানা গেছে - ক্লিয়ার ব্লু, কসমিক ব্ল্যাক এবং লুনার সিলভার। স্মার্টফোন দুটির দামের তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

smartphone xiaomi
Advertisment