Advertisment

Xiaomi: Xiaomi-র দশ বছর সেলিব্রেশন, সবকিছুই মিলবে একেবারে ফ্রি! জানেন অফার সম্পর্কে?

বিনামূল্যে স্মার্টফোনের স্বাস্থ্য পরীক্ষা সঙ্গে অর্ধেক দামে নতুন ফোনের পার্টস কেনার সুযোগ নিয়ে এল Xiaomi

author-image
IE Bangla Tech Desk
New Update
Smartphone free health checkup near me, Smartphone free health checkup, Smartphone free health checkup india, Best smartphone free health checkup, Smartphone free health checkup app, xiaomi Smartphone free health checkup, xiaomi smartphones, phone spare parts discount, phone spare parts price, phone spare parts offers, redmi phones, phone parts,

বিনামূল্যে স্মার্টফোনের স্বাস্থ্য পরীক্ষা সঙ্গে অর্ধেক দামে নতুন ফোনের পার্টস কেনার সুযোগ নিয়ে এল Xiaomi

Xiaomi Mobile: বিনামূল্যে স্মার্টফোনের স্বাস্থ্য পরীক্ষা সঙ্গে অর্ধেক দামে নতুন ফোনের পার্টস কেনার সুযোগ নিয়ে এল Xiaomi

Advertisment

আপনি কী আপনার স্মার্টফোনের পারফরম্যান্স চেক করাতে চান? তাহলে আপনার জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে Xiaomi অভিজ্ঞ পেশাদাররা আপনার ফোন চেক করবেন সেই সঙ্গে আপনাকে জানাবেন আপনার ফোনের সমস্তা। মোবাইলের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে নতুন যন্ত্রাংশ পাওয়া যাবে একেবারে সুলভ মূল্যে। ফোনের যন্ত্রাংশে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি।

Xiaomi ভারতে তার দশ বছর পূর্তি উদযাপন করছে। দশম বর্ষপূর্তিতে কোম্পানি 'মোবাইল সার্ভিসিং ক্যাম্প' শুরু করেছে। আপনার যদি একটি Xiaomi স্মার্টফোন থাকে তবে আপনি এই ক্যাম্পের পরিষেবার সুবিধা নিতে পারেন। আপনি এখানে ফোনের যন্ত্রাংশ কিনলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

আপনি Xiaomi এর অনুমোদিত সার্ভিস ক্যাম্পে গিয়ে মোবাইল সার্ভিস ক্যাম্পের সুবিধা পেতে পারেন। এই ক্যাম্পগুলি ১ জুলাই থেকে শুরু হয়েছে, এবং ৩১ জুলাই পর্যন্ত চলবে। সংস্থাটি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এই বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেছে।

আরও পড়ুন : < Vodafone idea recharge plan hike: শেষ সুযোগ! আজ রিচার্জেই বাঁচান শ’য়ে শ’য়ে টাকা, মিস করলেই বিরাট লস! >

কোম্পানি আপনার Xiaomi স্মার্টফোনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করবে। মোবাইল সফটওয়্যারটি বিনামূল্যে আপডেট করা হবে। ফোন চেক করার সময় যদি কোনো অংশে ত্রুটি পাওয়া যায়, তাহলে সেটি বদলে দেবে কোম্পানি। বদলে আপনাকে দিতে হবে ৫০ শতাংশ কম দাম। হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার পর্যন্ত সমস্যার সমাধান পাবেন এই ক্যাম্পে।

xiaomi Tech News
Advertisment