Advertisment

Xiaomi Mi A2 launch on July 24: শাওমির গ্লোবাল লঞ্চ

Xiaomi Mi A2 Android One could launch on July 24: তথ্যপ্রযুক্তি সফটওয়্যার গিকবেঞ্চের ওয়েবসাইটে দেখা গেছে শাওমির এই নতুন ফোনকে। পারফর্মেন্স স্কোরে গিকবেঞ্চে অনেক ফোনকে হারিয়ে দিয়েছে Mi A2।

author-image
IE Bangla Web Desk
New Update
xiaomi_mi6x_new_2

Xiaomi Mi A2 India Launch Date: শাওমি ঘোষনা করেছে Mi A2 ফোনটি নীল, রোজ গোল্ড, লাল, গোল্ড, এবং কালো, এই পাঁচটি রঙে পাওয়া যাবে।

Xiaomi-র পরবর্তী অ্যান্ড্রয়েড ফোন Mi A2-র দিকে নজর ছিল গ্যাজেট দুনিয়ার। প্রথমে ধোঁয়াশা ছিল ফোনের নাম নিয়ে। পরবর্তীকালে কোম্পানি জানিয়ে দেয় চিনে ফোনটির নাম Mi 6X, এবং এর গ্লোবাল ভার্সানের নাম Mi A2। কোম্পানির তরফে ঘোষনা করা হয়েছে আগামী ২৪ জুলাই স্পেনে এক গ্লোবাল ইভেন্টের আয়োজন করা হবে। তবে এবার আমজনতা চাইলে যোগ দিতে পারবেন শাওমির লঞ্চ ইভেন্টে। তার জন্য আপনাকে কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করে রেজিস্টার করতে হবে। এই রেজিস্টার করার সময়সীমা ১৪ জুলাই পর্যন্ত।

Advertisment

যেদিন থেকে বাজারে Mi A2 ফোনটি নিয়ে রব উঠেছে, সেদিন থেকেই নানা গুজব রটেছে ফোনের স্পেসিফিকেশান ও ফিচার্স সম্পর্কে। ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি সফটওয়্যার গিকবেঞ্চের ওয়েবসাইটে দেখা গেছে শাওমির এই নতুন ফোনকে। পারফর্মেন্স স্কোরে গিকবেঞ্চে অনেক ফোনকে হারিয়ে দিয়েছে Mi A2। ফোনটিতে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও সমেত একটি ৫.৯৯ ইঞ্চির স্ক্রিন থাকবে। শাওমি ঘোষনা করেছে Mi A2 ফোনটি নীল, রোজ গোল্ড, লাল, এবং কালো, এই পাঁচটি রঙে পাওয়া যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরে চলা ফোনটি পাওয়া যাবে ৪/৬ জিবি LP DDRX 4X র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনে। ৩০১০ এমএইচের ব্যাটারি থাকবে ফোনটিতে। মাত্র ৩০ মিনিটে এই ব্যাটারিটি ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে জানিয়েছে কোম্পানি। ৭.৩ মিলিমিটার পুরু ফোনটির বডি সম্পূর্ণ মেটালের তৈরি Mi 6X-এর ওজন ১৬৬ গ্রাম।

ফোনের পিছনে মূল ক্যামেরা দুটি লম্বালম্বিভাবে থাকবে, এবং দুই ক্যামেরার মাঝে থাকবে LED ফ্ল্যাশ। রিয়ার ক্যামেরার মধ্যে একটি ২০ ও অন্যটি ১২ মেগাপিক্সেলের। সেলফির জনপ্রিয়তা মাথায় রেখে ফোনটির সামনে লাগানো হয়েছে ২০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির মুল ক্যামেরাটিতে থাকবে f/১.৭৫ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল এবং F/১.৮ অ্যাপারচারের ২০ মেগাপিক্সেল লেন্স। কম অ্যাপারচারের লেন্সগুলির দরুণ এই ফোনটি দিয়ে আপনি অল্প আলোতেও ঝকঝকে ছবি তুলতে পারবেন।

শাওমির দাবি, এই ফোনটির ক্যামেরা iphone 10 এবং Oppo R15 এর ক্যামেরার সঙ্গে অনায়াসে টেক্কা দিতে সক্ষম। এর ফ্রন্ট ক্যামেরাটিতে AI ফিচার সমেত পাওয়া যাবে সেল্ফি ফ্ল্যাশ এবং থাকবে সোনি IM 376 সেন্সর। অতিরিক্ত ফিচার হিসেবে ফোনটিতে পাওয়া যাবে ফেস আনলক ফিচার ও ডুয়াল স্পিকার। MI A1-এর জনপ্রিয়তাকে মাথায় রেখে আশা করাই যায় MI A2-ও বাজার মাত করবে। ভারতের ভাজারে ফোনটির দাম সম্ভবত শুরু হবে ২০,০০০ টাকা থেকে।

iphone oppo xiaomi samsung
Advertisment