৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের Xiaomi Mi A2 ফোনের দাম ১৫,৯৯৯ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৩,৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম হয়েছে বর্তমান ১৫,৯৯৯ টাকা। কোম্পানি জানিয়েছে এই সুযোগ পাওয়া যাবে Mi.com, অ্যামাজন ও ফ্লিপকার্টে।
ফোনটিতে রয়েছে উন্নততর চার্জিং ব্যবস্থা। ভারতের মডেলে রয়েছে কোয়ালকাম কুইকচার্জ ৪.০। তবে গোটা বিশ্বে এই মডেলে রয়েছে QuickCharge 3.0 সিস্টেম। অর্থাৎ চটজলদি চার্জ হওয়া এবং চার্জ ধরে রাখার ক্ষমতা রাখে Xiaomi Mi A2। পারফর্মেন্স স্কোরে গিকবেঞ্চে অনেক ফোনকে হারিয়ে দিয়েছে Mi A2।
এছাড়া কী কী রয়েছে ফোনটিতে?
Mi A2 কার্ভড ডিজাইনের এবং আউটলুকমেটাল বডির। Type-C USB পোর্ট রয়েছে ফোনের মাথাতেই। ২.৫ ডি কার্ভড গোরিলা গ্লাস দেওয়া হয়েছে ফোনের স্ক্রিনটি রক্ষা করার জন্য। ফোনের পিছনে মূল ক্যামেরা দুটি লম্বালম্বিভাবে রয়েছে, এবং দুই ক্যামেরার মাঝে আছে LED ফ্ল্যাশ। রিয়ার ক্যামেরার মধ্যে একটি ২০ ও অন্যটি ১২ মেগাপিক্সেলের। সেলফির জনপ্রিয়তা মাথায় রেখে ফোনটির সামনে লাগানো হয়েছে ২০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির মুল ক্যামেরাটিতে থাকবে f/১.৭৫ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেলের Sony IMX486 এবং F/১.৮ অ্যাপারচারের ২০ মেগাপিক্সেলের Sony IMX376 লেন্স। কম অ্যাপারচারের লেন্সগুলির দরুণ এই ফোনটি দিয়ে আপনি অল্প আলোতেও ঝকঝকে ছবি তুলতে পারবেন। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে রয়েছে বোকে মোড। চলতি বাজারে Galaxy A8 এর সঙ্গে যুদ্ধ করতে সক্ষম Mi A2। ক্যামেরার সঙ্গেই রয়েছে গুগল লেন্স। ফলে আলাদা করে অ্যাপের প্রয়োজন হবে না।
ফোনটিতে দিব্যি চলবে গুগল অ্যাসিস্ট্যান্ট। বিগত দুবছরে যতবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট নেবে ততবার Mi A2 এর OS ও আপডেট নেবে বলে জানিয়েছে কোম্পানি। ফোনটিতে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও সমেত একটি ৫.৯৯ ইঞ্চির স্ক্রিন রয়েছে। যার রেজোলিউশন ২১৬০ x ১০৮০ পিক্সেল।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ SoC প্রসেসরে চলা ফোনটি রয়েছে ৪/৬ জিবি LP DDRX 4X র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সন। সঙ্গে থাকছে Adreno ৫১২ GPU, উন্নতমানের গ্রাফিক্সের জন্য। ৩০১০ এমএইচের ব্যাটারি রয়েছে ফোনটিতে। মাত্র ৩০ মিনিটে এই ব্যাটারিটি ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে জানিয়েছে কোম্পানি। ৭.৩ মিলিমিটার পুরু ফোনটির বডি সম্পূর্ণ মেটালের তৈরি Mi-A2-এর ওজন ১৬৬ গ্রাম।
Rad the full story in English