Advertisment

Xiaomi Mi A2: অচিরেই ভারতে লঞ্চ হতে চলেছে এই ফ্ল্যাগশিপ ফোন

২০১৮ সালে ব্যাক টু ব্য়াক ফোন লঞ্চ করে ব্যবসায় নেমেছে চিনা কোম্পানি শাওমি (Xiaomi)। এবং ইতিমধ্যেই গিকবেঞ্চের ওয়েবসাইটে দেখা গেছে শাওমির আরেকটি নতুন ফোন, Mi A2।

author-image
IE Bangla Web Desk
New Update
Xiaomi Mi A2: অচিরেই ভারতে লঞ্চ হতে চলেছে এই ফ্ল্যাগশিপ ফোন

Mi A2 Geekbench: পারফর্মেন্স স্কোরে গিকবেঞ্চে অনেক ফোনকে পিছনে ফেলে দিল Mi A2

ফের স্মার্টফোন লঞ্চ। বুঝতেই পেরে থাকবেন শাওমির ফোন। হবে নাই বা কেন! প্রত্যেক মাসেই ফোন লঞ্চ করে আপাতত টেক দুনিয়ার খবরের শিরোনামে রয়েছে শাওমি (Xiaomi)। ২০১৮ সালে ব্যাক টু ব্য়াক ফোন লঞ্চ করে একচেটিয়া ব্যবসায় নেমেছে এই চিনা কোম্পানি। ইঁদুর দৌড়ে সামিল হতে সস্তায় ভালো ফিচার দিয়ে মন কেড়েছে গ্রাহকদের। এবং ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি সফটওয়্যার গিকবেঞ্চের ওয়েবসাইটে দেখা গেছে শাওমির আরেকটি নতুন ফোন, Xiaomi Mi A2। তবে এই নাম শুধুমাত্র ভারতের বাজারে ঘুরছে। গত এপ্রিল মাসে শাওমি তাদের ফ্ল্যাগশিপ MI 6X ফোনটি লঞ্চ করেছিল চীনে। সেই ফোনটিই ভারতে লঞ্চ হওয়ার কথা Mi A2 নামে।

Advertisment

Xiaomi Mi A2 spotted on Geekbench, Spotted on Geekbench: পারফর্মেন্স স্কোরে গিকবেঞ্চে অনেক ফোনকে পেছনে ফেলে দিল শাওমির Mi A2।

mi6x_-selfie_comparison Xiaomi Mi A2 Specification: Oppo R15, iphone 10, এবং Mi 6X-এ তোলা তিনটি সেলফি। নিজেই বুঝুন কোনটি সেরা।

পারফর্মেন্স স্কোরে গিকবেঞ্চে অনেক ফোনকে হারিয়ে দিয়েছে Mi A2। ফোনটিতে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও সমেত একটি ৫.৯৯ ইঞ্চির স্ক্রিন থাকবে। শাওমি ঘোষনা করেছে Mi A2 ফোনটি নীল, রোজ গোল্ড, লাল, গোল্ড, এবং কালো, এই পাঁচটি রঙে পাওয়া যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরে চলা ফোনটি পাওয়া যাবে ৪/৬ জিবি LP DDRX 4X র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনে। ৩০১০ এমএইচের ব্যাটারি থাকবে ফোনটিতে। মাত্র ৩০ মিনিটে এই ব্যাটারিটি ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে জানিয়েছে কোম্পানি। ৭.৩ মিলিমিটার পুরু ফোনটির বডি সম্পূর্ণ মেটালের তৈরি Mi 6X-এর ওজন ১৬৬ গ্রাম।

mi6x_new_1 Mi A2 Features: Oppo R15, iphone 10, এবং Mi A2 তে মূল ২০ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি।

mi6x_lowlight_1 Xiaomi Mi A2: ২০ মেগাপিক্সেল ক্যামেরায় কম আলোতে তোলা তিনটি ফোনের তিনটি ছবি।

ফোনের পিছনে মূল ক্যামেরা দুটি লম্বালম্বিভাবে থাকবে, এবং দুই ক্যামেরার মাঝে থাকবে LED ফ্ল্যাশ। রিয়ার ক্যামেরার মধ্যে একটি ২০ ও অন্যটি ১২ মেগাপিক্সেলের। সেলফির জনপ্রিয়তা মাথায় রেখে ফোনটির সামনে লাগানো হয়েছে ২০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির মুল ক্যামেরাটিতে থাকবে f/১.৭৫ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল এবং F/১.৮ অ্যাপারচারের ২০ মেগাপিক্সেল লেন্স। কম অ্যাপারচারের লেন্সগুলির দরুণ এই ফোনটি দিয়ে আপনি অল্প আলোতেও ঝকঝকে ছবি তুলতে পারবেন।

শাওমির দাবি, এই ফোনটির ক্যামেরা iphone 10 এবং Oppo R15 এর ক্যামেরার সঙ্গে অনায়াসে টেক্কা দিতে সক্ষম। এর ফ্রন্ট ক্যামেরাটিতে AI ফিচার সমেত পাওয়া যাবে সেল্ফি ফ্ল্যাশ এবং থাকবে সোনি IM 376 সেন্সর। অতিরিক্ত ফিচার হিসেবে ফোনটিতে পাওয়া যাবে ফেস আনলক ফিচার ও ডুয়াল স্পিকার। MI A1-এর জনপ্রিয়তাকে মাথায় রেখে আশা করাই যায় MI A2-ও বাজার মাত করবে।

smartphone MI 8 xiaomi redmi
Advertisment