স্পেনের বার্সেলনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে শাওমি ঘোষণা করল তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের ইতিবৃত্ত। নাম Mi Mix 3, শাওমির প্রথম ফাইভ জি ভার্সন। চলতি বছরের মে মাসেই শুরু হবে এই ফোনের বিক্রি। গত বছর চিনে এই ফোন লঞ্চ করলেও তা ছিল ফোর জি ভার্সন।
ইউরোপে প্রথম শাওমি লঞ্চ করল ফাইভ জি ফোন। যা বিশ্বের চতুর্থ বৃহত্তম স্মার্টফোন নির্মাতার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট। কতটা অভিনবত্ব এই ফোনটির?
৬.৩৯ ইঞ্চির HDR AMOLED ডিসপ্লে রয়েছে। যার রেজোলিউশন ২৩৪০ x ১০৮০। ফোনটিতে নচ স্ক্রিন নেই। তবে ৯৩.৪ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। ফাইভ জি ভার্সনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর এবং X50 মোডেম। ফোনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রত্যেকটিতেই ১২ মেগাপিক্সেল বরাদ্দ।
অন্যদিকে শাওমির নতুন ফোন Mi 9 নিয়ে চর্চা জারি বাজারে। গত সপ্তাহে চিনেই লঞ্চ হয়েছে নতুন চমক। তাই জল্পনা এখন তুঙ্গে এর দাম কেমন হতে চলেছে তাই নিয়ে। ৬.৩৯ ইঞ্চির AMOLED ডিসপ্লেতে থাকছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এটিতে থাকছে না নচ স্ক্রিন।
শাওমির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এই ফোনের বিশেষত্ব হতে চলেছে এর ক্যামেরা। জানা যাচ্ছে, ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসতে চলেছে এই ফোন। সঙ্গে থাকছে ১৬ ও ১২ মেগাপিক্সেলের কম্বিনেশন। সামনে সেলফির জন্য থাকছে ২০ মেগাপিক্সেল। ভারতের বাজারে কবে আসবে তা এখন অবধি নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। নির্দিষ্ট করা হয়নি দামও।
Mi 9-এ থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। তবে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরাই এই মোবাইলটির মুখ্য আকর্ষণ হতে চলেছে।
Read the full story in English