Advertisment

5G-র সুবিধা ১০ জিবির র‌্যামে Xiaomi Mi Mix 3

5G-র সুবিধা ও 10GB র্যাম সহ শাওমি মি মিস্ক থ্রি লঞ্চ করছে চিনে। এক নজরে দেখে নিন ফোনটির দাম, স্পেসিফিকেশ ও ফিচারস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শাওমি ঘোষনা করেছে 5G-র এই Mi Mix 3 ফোনের প্রথম কোয়ার্টার পাওয়া যাবে ২০১৯ এই

5G-র সুবিধা ও ১০ জিবি র‌্যাম সহ শাওমি মি মিক্স থ্রি লঞ্চ করছে চিনে। এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা, সামনের ক্যামেরা রিট্রাক্টিবল। এর সঙ্গে প্রকাশ্যে এল A Mi Mix 3 প্যালেস মিউজিয়ামের বিশেষ এডিশন। এই ফোনেও পাওয়া যাবে 5G-র সুবিধা, ১০ জিবি র‌্যাম। শাওমি ঘোষনা করেছে 5G-র এই Mi Mix 3 ফোনের প্রথম কোয়ার্টার পাওয়া যাবে ২০১৯ এই।

Advertisment

৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের Xiaomi Mi Mix 3- দাম ভারতীয় মূল্যে প্রায় ৩৪,৭০০ টাকা। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি র‌্যাম স্টোরেজ সহ ফোনের মূল্য ৩৭,৯০০ টাকা। আর ৮ জিবি র‌্যাম ও ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনের ভারতীয় মূল্য ৪২,২০০ টাকা। ১০ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ প্যালেস এডিসনের দাম হতে পারে ৫২,৭০০।

আরও পড়ুন, তাক লাগানো ডিসপ্লে নিয়ে হাজির স্যামসাং

এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক শাওমির এই ফোনের ফিচারস ও স্পেসিফিকেশনের দিকে- Xiaomi Mi Mix 3 ফোনে রয়েছে ৬.৩৯ ইঞ্চি AMOLED ডিসপ্লে ১৯.৫:৯ অনুপাতে। এই ফোনের ডুয়াল ক্যামেরাও রয়েছে, যার সেন্সর যথাক্রমে ১২MP+১২MP -র। ৯৬০ fps এ স্লো মোশন ভিডিও করা যাবে এই ফোন থেকে। ডুয়াল ক্যামেরার প্রাথমিক ক্যামেরা লেন্স ২৪ মেগাপিক্সেল ও দ্বিতীয় ক্যামেরাটি ২ মেগাপিক্সেল-এর। এছাড়াও ভিডিওতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স। সামনের ক্যামেরা তৈরি হয়েছে অত্যাধুনিক ফিচার দিয়ে।

শাওমি Mi Mix 3 পাওয়ার্ড বাই দ্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। কোম্পানি ১০W ওয়ারলেস চার্জিং প্যাডও লঞ্চ করতে চলেছে। মূলত চারটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে এই ফোন। সেগুলো হল- ৬ জিবি র‌্যাম +১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ জিবি র‌্যাম +২৫৬ জিবি স্টোরেজ এবং ১০ জিবি র‌্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 9 Pie অপারেটিং সিস্টেমে এই ফোন চালিত হবে MIUI 10 ভিত্তিতে।

Read full story in English

xiaomi
Advertisment