প্রথমবারের সেলে পিছিয়ে পরল শাওমির নতুন সাব ব্র্যান্ড ফোন Poco F1। HD+ এর জমানায় সাপোর্ট করে না HD ভিডিও, তাতেই মন মরা ক্রেতারা। কারণ ঝকঝকে ডিসপ্লের প্রতি দুর্বলতা সবারই থাকে। যেখানে বাজারে এর চেয়ে কম দামে পাওয়া যায় HD+ এর রেজলিউশন সহ একাধিক ফোন। ফলত দেখতে পারবেন না নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের ভিডিও। নতুন ফোনে ঝকঝকে ভিডিও দেখায় মন না ভরলে হয় নাকি! AndroidPure প্রকাশিত তথ্য অনুযায়ী পোকোফোনে সাপোর্ট হয় না Widevine । তবে শুধু Poco F1ই এই অপরাধ করে নি, এর তালিকায় আছে মে মাসে লঞ্চ হওয়া Asus Zenfone Max Pro M1।
রিপোর্ট অনুযায়ী, Poco F1 সঙ্গে রয়েছে Widevine DRM L3 সম্প্রতি বাজারে জনপ্রিয় Widevine L1। ঝকঝকে ডিসপ্লে পেতে ফোনে প্রয়োজন হয় Widevine L1। Widevine হল ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট ফিচার যা এনক্রিপ্ট করা মিডিয়াকে ডিক্রিপ্ট করতে সক্ষম। এর মানে হল যে, যদি ব্যবহারকারীরা Netflix বা Amazon Prime- দেখার চেষ্টা করে তবে তা দেখতে পারবেন না। এইচডি কেবল Widevine L1 এ সাপোর্ট করে, সুতরাং এই ডিভাইসে ঝকঝকে ভিডিও চালানো যাবে না।
এই অসুবিধা সফটওয়ার ইসু নয়। সুতরাং কোনোরকম আপগ্রেডের পরও সমাধান পাবেন না ইউজাররা। এই অসুবিধা ছিল OnePlus 5 ও OnePlus 5T ফোনের ক্ষেত্রেও। এই চীনা কোম্পানিকে তার ডিভাইসকে প্রত্যাহার করে নেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল, পরবর্তীকালে পরিষেবা কেন্দ্র থেকে ওয়ানপ্লাসের ফোনে আগাম ইনস্টল করে দেওয়া হয় Netflix। যার ফলে ব্যবহারকারীরা বর্তমানে ৫৪০ পিক্সেলে দেখতে পারেন Netflix ভিডিও। এছাড়াও, অন্যান্য পরিষেবা যেমন অ্যামাজন প্রাইম ভিডিও, বিবিসি যা এইচডি (৭২০ পিক্সেল) দেখতে পারেন।
শাওমির পোকো ফোন শুরুর দিনই ব্যবসা ৫ মিনিটে ব্যবসা করেছে ২০০ কোটি।