Advertisment

জানেন Redmi 6 সিরিজের ফোন কবে লঞ্চ হবে ?

সম্প্রতি প্রতিযোগিতায় পাল্লা দিতে চলতি বছরে রেডমি সিক্স সিরিজের ফোন নিয়ে আসছে শাওমি। তবে একেবারে লঞ্চের দিনও ঘোষনা করে বসেছে কোম্পানি।

author-image
IE Bangla Web Desk
New Update
xiaomi-redmi-6-launch-india

তিনটি ফোন- Xiaomi Redmi 6, Redmi 6A and Redmi 6 Pro (Mi A2 Lite)

শিরোনাম আঁকড়ে ধরে রেখেছিল রেড মির ফাইভ সিরিজ। চলতি বছরের শুরুতেই একের পর এক ফোন লঞ্চ করেছিল এই চাইনিজ কোম্পানি। আগের বছর অবধি শাওমি বছরে একটি সিরিজের ফোনই লঞ্চ করে থাকত। কিন্তু সম্প্রতি প্রতিযোগিতায় পাল্লা দিতে চলতি বছরে রেডমি সিক্স সিরিজের ফোন নিয়ে আসছে শাওমি। তবে একেবারে লঞ্চের দিনও ঘোষনা করে বসেছে কোম্পানি। ৬ সেপ্টেম্বর ভারতের বাজারে তিন তিনটি ফোনের ধামাকা নিয়ে হাজির হবে শাওমি। তিনটি ফোন- Xiaomi Redmi 6, Redmi 6A and Redmi 6 Pro (Mi A2 Lite)। সোশাল মিডিয়ায় নিজস্ব হ্যাশ ট্যাগও বানিয়ে ফেলেছে কোম্পানি,#DeshKeNayeSmartphones।

Advertisment

প্রথমদিকে দেশ কা স্মার্টফোনের তালিকায় ছিল Redmi 5A। গত বছর লঞ্চ হয়েছিল এই ফোনটি। ইতিমধ্যে ৯ সেকেন্ডের একটি টিজারও লঞ্চ করেছে তাদের সোশ্যাল সাইটে। ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে শোকেস করেছে তিনটি ফোন। Redmi 6 Pro ফোনটিতে থাকবে নচ ডিজাইনের ডিসপ্লে। এই ফোনটি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে চালিত হবে। ৫.৮৪ ইঞ্চির FHD+(২২৮০ x ১০৮০) ডিসপ্লে সঙ্গে ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও। স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসরে চলা ফোনটিতে থাকবে ৩ ও ৪ জিবি র‌্যাম।

ডুয়াল ক্যামেরায় থাকবে ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের সেটআপ। ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সঙ্গে AI পোট্রেট মোড। ৪০০০ mAh ব্যাটারি ব্যাকআপ থাকবে ফোনটিতে।

শাওমির Redmi 6 ফোনটিতে ৫.৪৫ ইঞ্চির HD+ (১৪৪০x৭২০) সঙ্গে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে পাওয়া যাবে । ফোনটিতে Helio P22 প্রসেসরে চলা ফোনটিতে থাকবে ৩জিবি/৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৪/৬৪ জিবি স্টোরেজ ভার্সন। ১২ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ও সামনে থাকবে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি আনলক করার জন্য থাকবে ফেস আনলক ফিচার। MIUI 10 সঙ্গে অ্যান্ড্রয়েড ওরিও ভার্সনে চলবে Redmi 6।

Redmi 6A ফোনটিতে পাওয়া যাবে ৫.৪৫-ইঞ্চির HD+ (১৪৪০×৭২০) ১৮:৯ ডিসপ্লে। যা Helio A22 প্রসেসরে চলবে। Redmi 6A ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার সেন্সর থাকবে। সেলফির জন্য বরাদ্দ ৫ মেগাপিক্সেল। ২ জিবি র‌্যাম সঙ্গে ১৬ জিবির এক্সটারনাল স্টোরেজ থাকবে ফোনটিতে।

redmi xiaomi
Advertisment