আজ শাওমির সিক্স সিরিজের শুভারম্ভ। ভারতে নিউ দিল্লীতে ঘটা করে পালন করা হবে একই সঙ্গে তিনটি ফোনের লঞ্চ- Redmi 6, Redmi 6 Pro, এবং Redmi 6A। বাজারে টিকে থাকার দৌড়ে একের পর এক ফোন লঞ্চ করে বাকি স্মার্টফোন কোম্পানির কপালে ভাঁজ ফেলেছে। একইসঙ্গে একচেটিয়া ব্যাবসা করতে সফল এই চাইনিজ কোম্পানি।
#DeshKeNayeSmartphones coming soon! RT if you're excited. pic.twitter.com/0zEHfGE247
— Redmi India (@RedmiIndia) August 30, 2018
আশা করা হচ্ছে, আমাজনে পাওয়া যাবে ফোন তিনটি। উল্লেখ্য, অনলাইন ফোনের তালিকাতেই কিন্তু আপাতত ভীড় জমাল রেডমি সিক্স সিরিজ। দুপুর ২ টো থেকে শুরু হবে সেল। বিক্রির সময় নিজেকে সজাগ রাখতে আগাম ‘Notify me’ তে ক্লিক করে রাখুন। আপনি কি লাইভ স্ট্রিমিং দেখতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন রেডমির ইউটিউব, ফেসবুক পেজ অথবা অফিসিয়াল ওয়েবসাইটে https://event.mi.com/in/6-is-here। পেজ টি দিয়ে গ্রাফিকাল নকশার মাধ্যমে বোঝানো হয়েছে যে ফেস আনলক ফিচার থাকবে রেডমি সিক্সে। তবে দাম কত হতে পারে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
Redmi 6 Pro ফোনটিতে থাকবে নচ ডিজাইনের ডিসপ্লে। এই ফোনটি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে চালিত হবে। ৫.৮৪ ইঞ্চির FHD+(২২৮০ x ১০৮০) ডিসপ্লে সঙ্গে ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও। স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসরে চলা ফোনটিতে থাকবে ৩ ও ৪ জিবি র্যাম।
Need to make payment?
It's super easy with the #UPI QR code scanner in-built in #Xiaomi phone camera app!
Scan @WhatsApp, @Paytm, @PhonePe_, @NPCI_BHIM, @Tez_byGoogle, @Olacabs & more.
That's why I love #MIUI. Intuitive things like this make my life simpler & easier ☺️???? pic.twitter.com/xCxMQI9T7N
— Manu Kumar Jain (@manukumarjain) September 4, 2018
ডুয়াল ক্যামেরায় থাকবে ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের সেটআপ। ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সঙ্গে AI পোট্রেট মোড। ৪০০০ mAh ব্যাটারি ব্যাকআপ থাকবে ফোনটিতে। শাওমির Redmi 6 ফোনটিতে ৫.৪৫ ইঞ্চির HD+ (১৪৪০x৭২০) সঙ্গে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে পাওয়া যাবে। ফোনটিতে Helio P22 প্রসেসরে চলা ফোনটিতে থাকবে ৩জিবি/৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৪/৬৪ জিবি স্টোরেজ ভার্সন। ১২ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ও সামনে থাকবে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি আনলক করার জন্য থাকবে ফেস আনলক ফিচার। MIUI 10 সঙ্গে অ্যান্ড্রয়েড ওরিও ভার্সনে চলবে Redmi 6। Redmi 6A ফোনটিতে পাওয়া যাবে ৫.৪৫-ইঞ্চির HD+ (১৪৪০×৭২০) ১৮:৯ ডিসপ্লে। যা Helio A22 প্রসেসরে চলবে। Redmi 6A ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার সেন্সর থাকবে। সেলফির জন্য বরাদ্দ ৫ মেগাপিক্সেল। ২ জিবি র্যাম সঙ্গে ১৬ জিবির এক্সটারনাল স্টোরেজ থাকবে ফোনটিতে।